Vastu Tips: বেশি কিছু নয়, সারারাত বালিশের তলায় এই জিনিস রেখে শুলেই রাতারাতি খুলে যাবে ভাগ্য!
Peacock Feather: জ্যোতিষশাস্ত্র অনুসারে, ভগবান শ্রী কৃষ্ণ তাঁর মুকুটে ময়ূরের পালক পরে থাকেন। যদি কেউ বালিশের নীচে ময়ূরের পালক রেখে ঘুমান, তাহলে তাঁর সম্পদ লাভ ও বৃদ্ধি পায়। কোনও কাজে কিছু করতে মনে ভয় থাকে না।

ধর্মীয় গ্রন্থ অনুসারে, যদি কোনও ব্যক্তি তার ভাগ্য পরিবর্তন করতে চান তাহলে বেশ কিছু ব্যবস্থা নিতে হবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, জন্মকুণ্ডলীতে গ্রহ সম্পর্কিত ত্রুটির কারণে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন। যার কারণে দেবী লক্ষ্মী সেই জায়গা ছেড়ে অন্য ঘরে যাত্রা করেন। সাধারণত লক্ষ্মীদেবী এক জায়গায় স্থির হয়ে থাকেন না। এক ঘর থেকে অন্য ঘরে যাত্রা করে। তাই সকলেই চান, নিজ ঘরে লক্ষ্মীর অধিবাস হোক। লক্ষ্মীকে স্থিরভাবে এক জায়গায় বাস করিয়ে রাখার বেশ কিছু প্রতিকার মেনে চলেন। বেদ ও পুরাণে উল্লিখিত প্রতিকার মেনে চললে মানুষের ভাগ্যের নক্ষত্র উজ্জ্বল হতে শুরু করে। পাশাপাশি অঢেল সম্পদের অনেক সুখও পায়।
বালিশের নীচে ময়ূরের পালক রাখলে মানুষের সৌভাগ্য বৃদ্ধি পায়। রাতে ঘুমনোর সময় কেউ যদি বালিশের নীচে ময়ূরের পালক রেখে ঘুমান তাহলে তার চারপাশের পরিবেশও ইতিবাচক হয়ে ওঠে। বালিশের নীচে ময়ূরের পালক রাখলে রাশিফলের সব দোষ ধীরে ধীরে দূর হয়ে যায়। রাতারাতি বদলে যায় ভাগ্যও। এই কারণে সম্পদ, সুখ-সমৃদ্ধির পাশাপাশি মনের মধ্যে জেগে ওঠা নেতিবাচক অনুভূতিরও অবসান ঘটে।
বাড়ির পরিবেশে পজিটিভিটির প্রবেশ করে
জ্যোতিষশাস্ত্র অনুসারে, ভগবান শ্রী কৃষ্ণ তাঁর মুকুটে ময়ূরের পালক পরে থাকেন। যদি কেউ বালিশের নীচে ময়ূরের পালক রেখে ঘুমান, তাহলে তাঁর সম্পদ লাভ ও বৃদ্ধি পায়। কোনও কাজে কিছু করতে মনে ভয় থাকে না। সেই সঙ্গে শরীরও সুস্থ ও স্বাভাবিক থাকে। ময়ূরের পালক ভগবান শ্রী কৃষ্ণ তাঁর মুকুটে পরিধান করেন। বাস্তুমতে, যিনি বালিশের নীচে ময়ূরের পালক রেখে ঘুমাতে যান, তাঁর উপর কৃষ্ণের আশীর্বাদ সর্বদা বজায় থাকে।
বাড়িতে ময়ূরের পালক রাখুন
জ্যোতিষবিদদের মতে, ঘরে ময়ূরের পালক রাখলে ভগবান শ্রী কৃষ্ণ তাদের মনের পাশাপাশি ঘরে বাস করেন। ময়ূরের পালক নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তি উৎপন্ন করে।
