Dream: স্বপ্নে মনের মানুষকে দেখছেন? সে কাঁদছে না হাসছে, তার উপরেই নির্ভর করছে অনেক কিছু
Dream: আপনি কখন, কেন, কী স্বপ্ন দেখছেন তার পিছনে নির্দিষ্ট কারণ থাকে। জ্যোতিষ শাস্ত্র বলছে স্বপ্ন আমাদের কিছু কিছু ইঙ্গিত দিতে চায়।

বিজ্ঞান বলছে আমরা সারাদিন যে বিষয়ে সবচেয়ে বেশি ভাবনা চিন্তা করি রাতে সেটাই স্বপ্নে দেখি। আসলে আমাদের অবচেতন মনে সেটা ঘুরতে থাকে। যা রাতে ঘুমের সময় স্বপ্নের আকারে দেখতে পাই আমরা। এতো গেল বিজ্ঞানের কথা। কিন্তু আপনি কখন, কেন, কী স্বপ্ন দেখছেন তার পিছনে নির্দিষ্ট কারণ থাকে। জ্যোতিষ শাস্ত্র বলছে স্বপ্ন আমাদের কিছু কিছু ইঙ্গিত দিতে চায়।
অনেক সময় আমরা স্বপ্নে আমাদের প্রিয়জন বা প্রেমিকাকে দেখতে পাই। কখনও হয়তো কোনও ভাল কিছু দেখি আবার কখনও বা কোনও খারাপ স্বপ্ন দেখি। স্বপ্নে আপনি প্রেমিক বা প্রেমিকাকে কী ভাবে দেখছেন তাও কিন্তু নানা বিষয়কে নির্দেশ করে। জানেন কোন স্বপ্নের কী অর্থ?
জ্যোতিষশাস্ত্র বলছে, যদি কোনও ব্যক্তি স্বপ্নে তাঁর প্রেমিক বা প্রেয়সীকে হাসতে দেখেন মনে করা হয় এটি শুভ লক্ষণ। আগামী দিন ভাল সময় অপেক্ষা করছে। জীবনে সুখ আসতে পারে। ভালোবাসা আগের চেয়ে আরও গভীর হতে পারে।
যদি মনের মানুষকে কাঁদতে দেখেন, তার অর্থ খুব একটা ভাল নয়। এটি এক অশুভ ইঙ্গিত দেয়। দুজনের সম্পর্কে খারাপ সময় আসতে পারে। এমন কোনও স্বপ্ন দেখলে সাবধান হন। নিজের সম্পর্কের প্রতিও যত্নশীল হন।
(বিঃ দ্রঃ – এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।)
