সায়ম কৃষ্ণ দেব
Dec 14, 2024 | 6:56 PM
বাস্তু শাস্ত্র, জ্যোতিষ শাস্ত্র বা সংখ্যাতত্ত্ব, বিষয়গুলি কেউ কেউ মানেন না। যদিও বিশেষজ্ঞদের মতে, এই মহাজগতে সবটাই পজিটিভ আর নেগেটিভ এনার্জির খেলা। যা নির্ভর করে অনেকগুলি বিষয়ের উপর। আর এনার্জির ওঠানামা প্রভাব প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে পরে আমাদের জীবনের উপরেও।
তাই এই সব ভেবেচিন্তে ক্ষতিয়ে দেখে নিজের জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নিলে সাফল্য পাওয়া যায় বলেই মত বিশেষজ্ঞদের। সংখ্যাতত্ত্ব বলছে আপনি কোন পেশায় গেলে সফল হবেন তাও বলে দিতে পারে আপনার জন্মতারিখ! তাহলে জন্য কোন পেশা সঠিক? জেনে নিন
যারা ইংরেজি মাসের ১, ১০, ১৯ বা ২৮ তারিখে জন্মগ্রহণ করেছেন, তাদের বেশির ভাগই কেরিয়ার হিসেবে ম্যানেজেরিয়াল পেশা বেছে নিতে পারেন। নেতৃত্ব দেওয়া, সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে চলা এঁদের সহজাত ধর্ম।
যাঁদের জন্মতারিখ ২, ১১, ২০ বা ২৯ তাঁরা সৃষ্টিশীল বা কূটনৈতিক কাজে পারদর্শী হন। আঁকা, ফ্যাশন ডিজাইনিং, অভিনয় সংক্রান্ত পেশায় এঁদের উন্নতির সম্ভাবনা বেশি। রাজনীতিতেও সম্ভাবনা আছে।
৪, ১৩, ২২ বা ৩১ তারিখে জন্মগ্রহণ করলে তাঁদের ব্যবসায়িক ভাগ্য বেশ উজ্জ্বল হয়। বিমার সঙ্গে জড়িত কাজকেও উন্নতির সম্ভাবনা থাকে। স্পেকুলেশন সংক্রান্ত কাজেও সম্ভাবনা রয়েছে। কম্পিউটার বা নেটওয়ার্কিং সংক্রান্ত কাজ করতে পারেন।
৩, ১২, ২৩ বা ৩০ তারিখ জন্মদিন হলে, তাঁদের ব্যাঙ্ক বা অর্থ সংক্রান্ত পেশায় যাওয়া উচিত। এই ধরনের চাকরিতে তাঁদের উন্নতির সম্ভাবনা প্রবল।
৫, ১৪, বা ২৩ তারিখে জন্ম যাঁদের, তাঁরা মানুষকে প্রভাবিত করতে সিদ্ধহস্ত। তাই সেলস, মার্কেটিং, বিমা, বই বিক্রি ইত্যাদি সংক্রান্ত ব্যবসা বা চাকরি করতে পারেন, সফল হওয়ার সম্ভাবনা বেশি।
ইংরেজি মাসের ৬, ১৫, বা ২৪ তারিখে জন্মগ্রহণ করলে এঁদের মধ্যে কৌতুক রস বেশি থাকে। এঁরা এই ধরনের কাজ বেছে নিন, যার দ্বারা অপরকে মনোরঞ্জন করা যায়। হোটেল বা রেস্তোরাঁর ব্যবসা, কোনও বিলাস দ্রব্যের ব্যবসা, মদের ব্যবসা, বিউটি পার্লার, ম্যাসাজ করার মতো পেশা বেছে নিতে পারেন। ৭, ১৬, বা ২৫ তারিখে জন্মগ্রহণ করেন, তাঁরা গবেষণা সংক্রান্ত কাজে পটু হন। শিক্ষা সংক্রান্ত পেশা এঁদের জন্য বেশ ভাল।
ইংরেজি মাসের ৮, ১৭ বা ২৬ তারিখে জন্মগ্রহণ করেন, তাঁরা সাধারণত জীবনের প্রথম দিকে চাকরি বা ব্যবসা যাই করুক না কেন তাতে সে ভাবে প্রতিষ্ঠা পায় না। এদের সাফল্য আসে মধ্য বয়সের পর থেকে। রাজনীতির ময়দানে, জায়গা-জমি সংক্রান্ত কোনও চাকরি বা ব্যবসা, রিয়েল এস্টেট ব্যবসা, সিভিল ইঞ্জিনিয়ারিং এঁদের জন্য আদর্শ পেশা।
যারা ইংরেজি মাসের ৯, ১৮ বা ২৭ তারিখ জন্মগ্রহণ করে, তারা খেলাধূলাকে বেশির ভাগ ক্ষেত্রে পেশা হিসেবে বেছে নেয়। কেউ কেউ খেলাধূলা সংক্রান্ত জিনিসপত্রের ব্যবসাও করে। পুলিশ বা সৈনিক জাতীয় কাজ বেছে নিতে পারেন।