২০২৪ প্রায় শেষ। দরজায় কড়া নাড়ছে ২০২৫। নতুন বছর কেমন কাটবে তা নিয়ে খানিকটা দুশ্চিন্তা রয়েছে সবার মনেই। নতুন বছর মানেই নতুন নতুন অনেক প্ল্যান রয়েছে সবার। সে সব পূরণ হবে কিনা তা নিয়েও ভাবনা রয়েছে? কেমন কাটবে নতুন বছর, আগে থেকেই যদি জানা যেত তাহলে বেশ হতো! আচ্ছা, আপনার জন্মদিন কি কোনও মাসের ৫, ১৪ বা ২৩ তারিখে? কেমন কাটবে আপনাদের নতুন বছর? জানেন?
জ্যোতিষবিদরা কিন্তু বলছেন যে কোনও মাসের এই দিন দিনের যাঁদের জন্ম, ২০২৫ সাল তাঁদের জন্য বেশ উল্লেখযোগ্য হতে চলেছে। এই বছর তাঁদের জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। চাকরি বা জমি-বাড়ি সংক্রান্ত বড় পরিবর্তন আসবে। এমনকি দেশ শহর ছাড়তে হতে পারে। এই পরিবর্তন আপনার সঙ্গে সঙ্গে আপানার পরিবারের উপরেও বড় প্রভাব ফেলবে। এমনকি অশান্তি বড় বিপদ হতে পারে। তাই সাবধান! আইনি কোনও ঝামেলায় আগে থেকে জড়িয়ে থাকলে বা আইনি জটিলতায় পড়ার পরিস্থিতি তৈরি হলে খুব সাবধানে পা ফেলুন। কোনও ঝুঁকি নেবেন না। তবে জীবনে ধৈর্য্য রাখলে, বুদ্ধি মত্তার সঙ্গে কাজ করলে উন্নতির সুযোগ আসবে। ব্যবসায়ী বা বিনিয়োগকারিদের জন্য এই সাল ভাল প্রমাণ হতে পারে। বিশেষ করে দীর্ঘ মেয়াদি বিনিয়োগের প্ল্যান থাকলে, এই বছর তা করতে পারেন। বছরের শেষের দিকে উদ্বিগ্নে ফেলতে পারে আপনার স্বাস্থ্য। তাই শরীরের ব্যপারে যত্নশীল হোন। তবে বছরের শেষ কোয়ার্টারে সঠিক করে চিকিৎসা করালে আপনার পুরোনো সমস্যা থেকেও মুক্তি পারেন।