Ganga Snan: গঙ্গাসাগর হোক বা মহাকুম্ভ, গঙ্গা স্নানের এই নিয়ম না জানলে কিন্তু কষ্টই বৃথা

Jan 13, 2025 | 8:24 PM

Ganga Snan: হিন্দু ধর্মে গঙ্গাকে পবিত্র নদী বলেও মনে করা হয়। বিশ্বাস মকর সংক্রান্তিতে গঙ্গায় ডুব দিলে সব পাপ ধুয়ে নাশ হয়ে যায়। কিন্তু স্নান করার সঠিক পদ্ধতিটি জানেন তো? না হলে সব কষ্টই বৃথা।

Ganga Snan: গঙ্গাসাগর হোক বা মহাকুম্ভ, গঙ্গা স্নানের এই নিয়ম না জানলে কিন্তু কষ্টই বৃথা
Image Credit source: PTI

Follow Us

হিন্দু ধর্ম মতে কোনও ব্যাক্তির মৃত্যুর পরে, ছাই-ভস্ম নিয়ে ভাসিয়ে দিয়ে হয় গঙ্গা নদীতে। বিশ্বাস না হলে আত্মার মুক্তি লাভ হয় না। ভগীরথ যখন সব দেব-দেবীকে সন্তুষ্ট করে গঙ্গাকে মর্ত্যে নিয়ে আসেন তারপরেই তখন সেই পুণ্য জলের স্পর্শ পেয়েই মুক্তি পেয়েছিল ভগীরথের পূর্বপুরুষ রাজ সাগরের ষাট হাজার পুত্রের আত্মা।

হিন্দু ধর্মে গঙ্গাকে পবিত্র নদী বলেও মনে করা হয়। বিশ্বাস মকর সংক্রান্তিতে গঙ্গায় ডুব দিলে সব পাপ ধুয়ে নাশ হয়ে যায়। কিন্তু স্নান করার সঠিক পদ্ধতিটি জানেন তো? না হলে সব কষ্টই বৃথা।

শাস্ত্রে অমাবস্যা, পূর্ণিমা ও গঙ্গা দশেরার দিনে গঙ্গাস্নানের বিশেষ তাৎপর্য রয়েছে। গঙ্গায় স্নান করার সময় সত্য চিত্তে দেবী গঙ্গার ধ্যান করা উচিত। তারপর অর্ঘ্য, ধূপ, দীপ, নৈবেদ্য, তাম্বুল, শীতল জল, বস্ত্র, গহনা, মালা, চন্দন, আচমন ও সুন্দর শয্যা নিবেদন করা উচিত। নিবেদন করার পর, হাত জোড় করে পাপ ও পুণ্যময় শ্লোক উচ্চারণ করে ভগবতী গঙ্গার স্তব পাঠ করা উচিত। হিন্দু ধর্ম অনুসারে, গঙ্গাস্নানের সময় এই মন্ত্রটি জপ করলে মানুষের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়।

এই খবরটিও পড়ুন

‘ওম নমো ভগবতী হিলি হিলি মিলি মিলি গঙ্গে মা পাভয় পাভয়ে স্বাহা’।

Next Article