Paush 2022: পৌষ মাসে সূর্যের আরাধনা করলে কী হয়? বাংলা ক্য়ালেন্ডারে কবে থেকে শুরু হচ্ছে এই মাস?

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Dec 09, 2021 | 6:37 AM

এই মাসে মধ্যরাতের ধ্যান উপকারী বলে মনে করা হয়। এছাড়া গরম বস্ত্র দান করা উত্তম বলে বিবেচিত হয়। এ ছাড়া লাল ও হলুদ কাপড় পরা খুবই শুভ বলে মনে করা হয়।

Paush 2022: পৌষ মাসে সূর্যের আরাধনা করলে কী হয়? বাংলা ক্য়ালেন্ডারে কবে থেকে শুরু হচ্ছে এই মাস?

Follow Us

হিন্দু পঞ্জিকা অনুসারে বছরের দশম মাসকে বলা হয় পৌষ। সাধারণত হেমন্ত ঋতুর প্রভাবে সারা মাস জুড়ে শীত পড়ে। জ্যোতিষীদের মতে, প্রধানত পৌষ মাসে সূর্য দেবতার পূজা করা হয়। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী, এই মাসে সূর্য দেবতার আরাধনা করলে শক্তি এবং সুখ ও সমৃদ্ধি পাওয়া যায়।৩১শে ডিসেম্বর থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত এবার পৌষ মাস পড়েছে।

কীভাবে সূর্য পূজো করবেন –

– প্রতিদিন স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করুন।

-তামার পাত্র থেকে জল নিবেদন করতে হবে।

-জলে রোলি, লাল ফুল ও অক্ষত রাখা শুভ।

-অর্ঘ্য জপ করার সময় “ওম আদিত্যয় নমঃ”।

– এই মাসে লবণের পরিমাণ ন্যূনতম রাখা উচিত।

সতর্কতা

পৌষ মাসে বাদাম ও মদ খাওয়া উচিত নয়। চিনির পরিবর্তে গুড় খাওয়া ভাল। এর পাশাপাশি সেলারি, লবঙ্গ ও আদা খাওয়া উপকারী। এ ছাড়া পৌষ মাসে অতিরিক্ত তেল-ঘি ব্যবহার ভাল নয়।

পৌষ মাসের গুরুত্বপূর্ণ বিষয়-

এই মাসে মধ্যরাতের ধ্যান উপকারী বলে মনে করা হয়। এছাড়া গরম বস্ত্র দান করা উত্তম বলে বিবেচিত হয়। এ ছাড়া লাল ও হলুদ কাপড় পরা খুবই শুভ বলে মনে করা হয়।

 

আরও পড়ুন:  Astrology: বিয়ের পর ক্যাট-ভিকির ভবিষ্যত কেমন? বৈবাহিক জীবন কতটা সুখের হবে, কী বলছে জ্যোতিষশাস্ত্র

Next Article