মা দুর্গার বিসর্জনের দিন কয়েকের মধ্যেই ফিরে আসেন দেবী লক্ষ্মী। দেবী লক্ষ্মী সুখ, সমৃ্ধি, সম্পত্তি ও ঐশ্বর্যের প্রতীক। আবার তিনি চঞ্চলাও। যেখানেই অহংকার, অনিয়মের বাস সেই স্থান, ত্যাগ করেন দেবী। মায়ের সঙ্গে দুর্গাপুজোর সময় মর্ত্তে আসেন দেবী। তাহলে আবার দশমির পরেই আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে পূজিত হন তিনি। এই পুজো কোজাগরী লক্ষ্মী পুজো নামে পরিচিত। কোজাগরী শব্দের অর্থ হল ‘কে জাগে?’ বলা হয় রাত বাড়লে মা তাঁর বাহন পেঁচার পিঠে চেপে মর্ত্তে আসেন। যাঁরা ধুপ, ধুনো জ্বেলে, আলপনা দিয়ে মায়ের জন্য অপেক্ষা করেন, দিন সেই বাড়িতেই অধিষ্ঠান করেন দেবী।
কিন্তু কেন দুর্গাপুজোর পরেই লক্ষ্মীপুজো হয়? কথায় বলে দেবী অসন্তুষ্ট হয়ে কাউকে ত্যাগ করলে সেই স্থান শ্রী-হীন হয়ে পড়ে। কেবল ধনসম্পদ নয়, দেবী রুষ্ট হলে সেই স্থানের জৌলুস হারিয়ে যায়।
যেমনটা হয়েছিল দেবতাদের সঙ্গে। কথিত একসময়ে দেবতাদের মধ্যে অহং বোধ বেড়ে গিয়েছিল। তাঁদের কিছু আচরণে রুষ্ট হন চঞ্চলা লক্ষ্মী। এমনকি ঋষি-মুনীদের সঙ্গেও দুর্ব্যবহার করেন দেবরাজ ইন্দ্র। এতেই রুষ্ট হন বিষ্ণুঘরনী। এরপর ঋষি দুর্বাশার অভিশাপে দেবতাদের ত্যাগ করেন দেবী লক্ষ্মী। স্বর্গরাজ্য ছেড়ে পাতাললোকে অধিষ্ঠান করেন ঐশ্বর্যের দেবী। লক্ষ্মী দেবতাদের ত্যাগ করলে জৌলুস হারায় বৈকুন্ঠ ধামও। শ্রী-হীন হয়ে সম্বিত ফিরে পায় দেবতারা। নিজেদের ভুল বুঝে তাঁরা ছুটে যান রক্ষাকর্তা বিষ্ণুর কাছে। এরপর তাঁর নির্দেশেই পাতালবাসীদের সঙ্গে মিলে সমুদ্রমন্থন করেন দেবতারা। গরল, অমৃত, নানা মণিমানিক্য, কল্পতরু বৃক্ষ আরও বহু মূল্যবান রত্ন উঠে আসে এই মন্থনের ফলে। সমুদ্রমন্থনের ফলেই পাতাললোক ছেড়ে পুনরায় বেড়িয়ে আসে দেবী লক্ষ্মীও। দেবতারাও ফিরে পান তাঁদের ঔজ্জ্বল্য, সুখ, সমৃদ্ধি,শ্রী।
এই কাহিনী থেকেই বোঝা যায় লক্ষ্মীদেবী চঞ্চলা। যখনই কেউ ঐশ্বর্য-ধনসম্পদ-ক্ষমতার বলে অহংকারী হয়ে উঠবে, আলস্য হয়ে উঠবে জীবনের মূল অগ্রাধিকার পাবে তখন লক্ষ্মীদেবীও সেই স্থান ত্যাগ করবেন।
দুর্গাপুজোর পরেই লক্ষ্মীদেবীর আরাধনার পিছনেও রয়েছে এই যুক্তিই। দুর্গাপুজোর শেষে মহিষাসুরকে বধ করে জয়ী হয়েছিলেন দেবী দুর্গা। তাই দশমীর দিন আমরা বিজয়া দশমী বলে থাকি, কিন্তু এই জয়ের আনন্দে যাতে কেউ ভেসে না যায়,জয় যেন আমাদের মধ্যে অহংকারের জন্ম দিতে না পারে, কোনও আলস্য বা মত্ততা যাতে আমাদের গ্রাস না করতে পারে তাই হয় লক্ষ্মীপুজো। একাগ্র চিত্তে আরাধনা না করলে, দেবী অধিষ্ঠান করেন না। তাই মন দিয়ে দেবীর আরাধনা করলে অহংকার, জন নিতে পারে না।