Maha Kumbh 2025: কুম্ভের ইতিকথা: দেবতা-অসুরের লড়াইয়ে ৪ ফোঁটা অমৃত পড়ে পৃথিবীতে, তারপর…

Maha Kumbh 2025: কুম্ভ মেলা ঠিক কবে শুরু হয়েছিল তা সঠিক করে বলা সম্ভব নয়। তবে এই মেলা যে কয়েক শো বছরের পুরনো তাতে কোনও সন্দেহ নেই।

Maha Kumbh 2025: কুম্ভের ইতিকথা: দেবতা-অসুরের লড়াইয়ে ৪ ফোঁটা অমৃত পড়ে পৃথিবীতে, তারপর...

Jan 14, 2025 | 7:40 PM

চলছে ভারতের অন্যতম সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান, মহাকুম্ভ ২০২৫। দেশ-বিদেশ থেকে কোটি কোটি ভক্ত, সাধু, অঘোরি, পুণ্যার্থীরা এসে ভিড় করেছেন উত্তর প্রদেশের ত্রিবেণী সঙ্গম, প্রয়াগরাজে। উদ্দেশ্য প্রধানত একটাই পুণ্য লগ্নে গঙ্গাস্নান করে নিজের সব পাপ ধুয়ে নেওয়া। তবে এই বছরের কুম্ভ অনান্য বছরের তুলনায় একটু অন্যরকম। জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন, ১৪৪ বছরে একবার এমন বিরল যোগ আসে। তাই তো এই কুম্ভের নাম ‘মহাকুম্ভ’। কোন বিরল যোগের কারণে এই কুম্ভ মহাকুম্ভ? কত রকমের কুম্ভ হয়? কুম্ভ মেলা কী শুধুই ধর্মীয় অনুষ্ঠান? কী ভাবে ঠিক হয়, কোথায় হবে কুম্ভ? সাধুদের সঙ্গেই বা এই মেলার কী যোগ? কবে শুরু হয়েছিল প্রথম কুম্ভ মেলা? এই সব প্রশ্নের উত্তর রইল এই প্রতিবেদনে। ইতিহাস কথা বলে – ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন