AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malmas 2023: মলমাসে মেনে চলুন এই নিয়মগুলি, সম্পদে ভরে উঠবে জীবন

Hindu rules: জীবনের সব সমস্যাও দূর হবে। তাই আগে আগে জানতে হবে সেই নিয়মগুলি কী কী। মলমাসে কী কী কাজ করা উচিত এবং কোন কোন কাজ একেবারেই করা উচিত হবে না, তা জেনে নেওা দরকার...

Malmas 2023: মলমাসে মেনে চলুন এই নিয়মগুলি, সম্পদে ভরে উঠবে জীবন
ছবিটি প্রতীকী
| Edited By: | Updated on: Jul 14, 2023 | 12:30 PM
Share

মলমাসের (Malmas 2023) একটি অর্থ হল মলিন মাস! আবার ভারতের নানা প্রদেশে মলমাসের অর্থ হল অধিক মাস। সাধারণভাবে এই মাসে কোনও ধর্মীয় আচার-অনুষ্ঠান (Hindu Rituals) পালনে করা হয় না বলে এই মাসকে বল মলমাস। সনাতন ধর্মে মলমাসকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মনে করা হয় এই সময়কালে নিবিষ্ট চিত্তে ত্যাগের মাধ্যমে ঈশ্বরের পূজা করলে ভগবান (Hindu God) অত্যন্ত প্রসন্ন হন। পূর্ণ করেন ভক্তের সকল মনোবাঞ্ছা। তাই এই মাসটি প্রত্যেক ভক্তের জন্য শ্রেষ্ঠ। ফলে প্রত্যেক ভক্তই মন্ত্র, জপ এবং উপবাস ইত্যাদির মাধ্যমে তাই এই মাসে পরমেশ্বরের চরণসেবা করতে চান।

তবে একটা কথা সবসময় মনে রাখতে হবে। মলমাসে কিছু নিয়ম মেনে চললে তবেই মিলবে উপকার। জীবনের সব সমস্যাও দূর হবে। তাই আগে আগে জানতে হবে সেই নিয়মগুলি কী কী। মলমাসে কী কী কাজ করা উচিত এবং কোন কোন কাজ একেবারেই করা উচিত হবে না, তা জেনে নেওা দরকার…

মলমাসে কী করবেন আর কী করবেন না?

হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুসারে, মলমাসের দিনগুলিতে ধর্মীয় আচার-অনুষ্ঠানেই নিজের বেশিরভাগ সময় ব্যয় করা উচিত। পাশাপাশি এই মলমাসের দিনগুলিতে খাঁটি, টাটকা এবং সাত্ত্বিক ভোজন গ্রহণ করা উচিত। তবে শুধু পূজা-পাঠ করলেই চলবে না। তার সঙ্গে দরকার নিজের চারিত্রিক শুদ্ধিকরণেরও। অর্থাৎ জীবকুলের প্রতি নিজের আচার ব্যবহারও রাখতে হবে সঠিক। দুর্গতের সেবা ও দান ধ্যানের মাধ্যমে জীবনযাপন করতে বলা হয় মল মাসে। মনে করা হয়, মল মাসে সাত্ত্বিক খাদগ্রহণের মাধ্যমে মানসিক ও শারীরিক স্বাস্থ্যেরও উন্নতি হয়।

মলমাসে আহার্যের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে ছোলা, চীনাবাদাম, চাল, মটর, শসা, আম, গোলমরিচ, জিরে, সুপারি, লবণ, কাঁঠাল, গম, সাদা ধান, মুগ, ঘি, ধনে ইত্যাদি। এ ছাড়া মলমাসের প্রধান তিথিতে উপবাস পালন করলে তা অতি উত্তম বলে মনে করা হয়। অন্যদিকে রসুন, পিঁয়াজ, মাংস, মদ, ডিম, নেশাজাতীয় দ্রব্য, মাছ, বাসি খাবার, মধু, ভাতের মাড়, মসুর ডাল, উরদের ডাল, তিলের তেল, সরিষা, বাঁধাকপি মলমাসে খাওয়া উচিত নয়।

মলমাস প্রকৃত অর্থেই কর্মহীন মাস। তাই এই মাসে শুধু ঈশ্বরের নাম করার জন্য মানবজাতির কাছে থাকে অখণ্ড সময়। এই মাসে তাই সর্বদা ঈশ্বরের নাম সংকীর্তনে পরম পুণ্য লাভ হয়।