হিন্দু ধর্মে অমাবস্যা তিথি অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়। প্রতি বছরে মোট ১২টি অমাবস্যা হয়। প্রতিটি অমাবস্যার নিজস্ব তাৎপর্য রয়েছে। মাঘ মাসে যে অমাবস্যা হয় তাকে মৌনী অমাবস্যা বলে। এই মৌনী অমাবস্যাকে আধ্যাত্মিকভাবে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই দিনে স্নান এবং দান করলে পুণ্য লাভ হয়।
মৌনী অমাবস্যায় পূর্বপুরুষদের তর্পণ ও পিন্ড দান
মৌনী অমাবস্যায পূর্বপুরুষদের তর্পণ ও পিন্ডদান করা হয়। এই দিনে তিন প্রজন্মের পূর্বপুরুষরা তর্পণ ও পিণ্ডদানের মাধ্যমে মোক্ষ লাভ করেন। এই দিনে পূজা এবং মৌন থেকে উপবাসও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনে সঠিকভাবে ভগবান শিবের আরাধনা করলে অত্যন্ত পুণ্যফল পাওয়া যায়। এ ছাড়াও, এই দিনে ভগবান শিবকে কয়েকটি জিনিস দিয়ে অভিষেক করলে জীবনের সমস্ত দুঃখ দূর হয়।
মৌনী অমাবস্যা কবে?
মাঘ মাসের অমাবস্যা তিথি শুরু হবে আজ ২৮ জানুয়ারি সন্ধ্যা ৭.৩৫ মিনিটে। আর তা শেষ হবে আগামিকাল ২৯ জানুয়ারি সন্ধ্যা ৬.০৫ মিনিটে। এই অবস্থায় উদয়তিথি অনুসারে ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যা পালিত হবে। এর ব্রতও ২৯ জানুয়ারি পালন করা হবে। মহাকুম্ভে, মৌনী অমাবস্যার অমৃত স্নানের বিশেষ যোগও রয়েছে।
নিম্নে উল্লিখিত জিনিস দিয়ে মৌনী অমবস্যায় মহাদেবের অভিষেক করতে পারেন—
বিঃ দ্রঃ – এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস থেকে প্রাপ্ত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।