মোবাইলের এই ওয়ালপেপারেই এবার বদলে যেতে পারে আপনার ভাগ্য
মোবাইল ছাড়া সত্যিই এখন সবাই অচল। কিন্তু অনেকেই জানেন না যে মোবাইলের ওয়ালপেপারে এমন কিছু ছবি রাখলে, ব্যাঙ্কের অ্যাকাউন্টে হু হু করে বাড়বে টাকা-পয়সা। উন্নতির শিখরে থাকবেন আপনি।

সব কিছু ছাড়া যায়, কিন্তু মোবাইল ছাড়া এখন এক পাও হাঁটা সম্ভব নয়। বিশ্বের প্রতিটি মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে হ্যান্ডসেট। তা সে যত দামি-অনামি হোক না কেন। মোবাইল ছাড়া সত্যিই এখন সবাই অচল। কিন্তু অনেকেই জানেন না যে মোবাইলের ওয়ালপেপারে এমন কিছু ছবি রাখলে, ব্যাঙ্কের অ্যাকাউন্টে হু হু করে বাড়বে টাকা-পয়সা। উন্নতির শিখরে থাকবেন আপনি।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, শুধুমাত্র একটি মোবাইল দেখেই একজনকে শনাক্ত করা যায়। বর্তমানে, মোবাইলকে নিজের ব্যক্তিত্ব অনুযায়ী সাজানোর একটা প্রবণতা দেখা দিয়েছে। যার মধ্যে মোবাইল ওয়ালপেপার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাস্তুশাস্ত্র অনুসারে, এমন কিছু ওয়াল পেপার রয়েছে যেগুলি মোবাইলের ওয়ালপেপার হিসাবে ব্যবহার করলে ব্যক্তির উন্নতির পথই খুলে দেবে না বরং আরও অনেক সুযোগ-সুবিধাও এনে দিতে পারে।
-যদি ল্যাপটপ বা মোবাইলের ওয়াল পেপারে সিঁড়ি বেয়ে উঠতে থাকা কোনও ব্যক্তির ছবি রাখেন, তাহলে তার পরিশ্রম অনুযায়ী সুফল পেতে শুরু করেন। এর পাশাপাশি সম্পদ বৃদ্ধির নতুন পথও খুলে যায়।
– যদি কোনও কিছু নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হন বা কোনও ধরনের মানসিক চাপে থাকেন, তাহলে মোবাইল ওয়ালপেপারে বৃষ্টির ফোঁটা বা যোগা ভঙ্গি বা কৌশলের ওয়ালপেপার সেট করতে পারেন। এতে আপনার মন শান্ত হবে, তাই নয়, কাজেও মনোযোগ দিতেও সাহায্য করবেন।
– যদি দীর্ঘদিন ধরে বিয়ে করার চেষ্টা করছেন, কিন্তু কোনওভাবেই তা কার্যকর হচ্ছে না, তাহলে চিন্তা বা আফসোস করবেন না। বাস্তুশাস্ত্র অনুযায়ী মোবাইলের ওয়ালপেপারে গোলাপ ফুলের ওয়ালপেপার সেট করুন। আসলে, গোলাপ ফুল শুক্র গ্রহের প্রতীক ও শুক্র বিবাহিত জীবনের কারক। এতে করে দাম্পত্য জীবনে যে কোনও ধরনের বাধা-বিপত্তি দূর হবে।
