Durga Puja 2022: জমিদার বাড়ির পুজো এবার বারোয়ারি মণ্ডপে, সেজেছে ধূপগুড়ির পুজো প্যান্ডেল

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Sep 29, 2022 | 11:58 PM

Dhupguri: দুর্গা প্রতিমাতেও সাবেকিয়ানার ছোঁয়া। অষ্টাদশ শতাব্দীতে জমিদার বাড়িতে দুর্গাপুজোর সাজসজ্জা এবং পুজোর জাঁকজমক যেমন হতো, সে  চিত্রই ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন উদ্যোক্তারা।

Durga Puja 2022: জমিদার বাড়ির পুজো এবার বারোয়ারি মণ্ডপে, সেজেছে ধূপগুড়ির পুজো প্যান্ডেল

Follow Us

ধূপগুড়ি: অষ্টাদশ শতাব্দীতে জমিদার বাড়ির দুর্গাপুজোই এবারের থিম ধূপগুড়ি মিলন সংঘের। জলপাইগুড়িতে যতগুলি বিগ বাজেটের পুজো হয়, তার মধ্যে অন্যতম ধূপগুড়ির এই পুজো। এবার ৬৩ বছরে পা দিল মিলন সংঘের পুজো। তাদের পুজোর থিমের নাম ‘খিড়কি থেকে সিংহদুয়ার’। পুরনো জমিদার বাড়ির আদলে তৈরি করা হয়েছে পুজোর প্যান্ডেল। খোলামেলা বারান্দা, বাড়ির পুরনো স্তম্ভ, রং চটে যাওয়া দেওয়ালে ইতিহাস গল্প বলে শত শত বছরের।

দুর্গা প্রতিমাতেও সাবেকিয়ানার ছোঁয়া। অষ্টাদশ শতাব্দীতে জমিদার বাড়িতে দুর্গাপুজোর সাজসজ্জা এবং পুজোর জাঁকজমক যেমন হতো, সে  চিত্রই ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন উদ্যোক্তারা। থাকছে জুড়িগাড়ি, পালকি-সহ পুরানো দিনের ঐতিহ্যশালী সামগ্রী। রয়েছে বিভিন্ন ধরনের মডেল। যেগুলো তৈরি করেছেন উত্তরবঙ্গের বিখ্যাত শিল্পী কন্ঠেশ্বর বর্মন। পুজো প্যান্ডেলের উচ্চতা ৪২ ফুট, চওড়া ৯২ ফুট। মণ্ডপ তৈরিতে ব্যবহার করা হয়েছে কাঠ, বাঁশ, প্লাইবোর্ড, প্লাস্টার অব প্যারিস, রঙ, সিমেন্ট এবং ইট।

ধর্ম যার যার, উৎসব সবার, এই বার্তাকে সামনে রেখেই এবারের পুজোর আয়োজন উদ্যোক্তাদের। জমিদারবাড়িতে যেমন পুজো হয়, চতুর্থী থেকেই তেমন প্রস্তুতি। দর্শনার্থীও আসতে শুরু করেছে। পুজো উদ্যোক্তা সুব্রত নন্দী জানান, “আমরা ৬৩তম বর্ষে পদার্পণ করছি। আমরা অষ্টাদশ শতাব্দীর জমিদার বাড়ির পুজোর কাহিনী বলছি এবার। একইসঙ্গে পুজো মণ্ডপ থেকে ধর্মীয় সম্প্রীতিরও বার্তা দেওয়ার চেষ্টা করছি।”

Next Article