Astro Tips: এই দিনে ভুল করেও মাথায় তেল দেবেন না! চুল পড়ে টাক তো হবেই, জীবনে উঠবে অশান্তির ঝড়ও
Oil Uses for Astro: সাধারণত চুলকে স্বাস্থ্যকর করে তুলতে নিয়ম করে তেল ব্যবহার করেন। কিন্তু শাস্ত্রে তেল মাখানোর কিছু নিয়ম আছে জানেন কি?

- শরীরের পাশাপাশি চুলের সুস্বাস্থ্যের দিকেও নজর দেওয়া খুবই জরুরি। বর্তমানে চুলের যত্নের জন্য সময় দেওয়া বেশ কমই হয়। ছুটির দিনে নিজের যত্নের সময় পেলে চুলে তেল দেওয়া হয়। এই কারণেই মানুষ তেল দিয়ে চুলে মালিশ করে থাকেন। যাতে চুল সুস্থ, ঘন ও মজবুত থাকে। কিন্তু শাস্ত্রে শরীরে ও মাথায় তেল মাখার কিছু নিয়ম দেওয়া হয়েছে, যেগুলো মেনে চলা খুবই জরুরি।
- এই নিয়মগুলি উপেক্ষা করলে মানুষকে অর্থনৈতিক সংকটে পড়তে হতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুসারে মাথায় তেল মাখানোর সময় খেয়াল রাখতে হবে যে আপনি কি ভুল দিনে তেল লাগাচ্ছেন?
- জ্যোতিষাচার্যের মতে চুলে ও শরীরে তেল ব্যবহারে কিছু নিয়ম রয়েছে। এই নিয়মগুলি বর্তমানে না মানলেও আগেকার দিনের মানুষজন এখনও এই নিয়মগুলি মেনে চলেন। জ্যোতিষমতে, ভুল দিনে মাথায় তেল প্রয়োগ করলে আর্থিক ও শারীরিক সমস্যায় পড়তে হতে পারে। তাই এই নিয়মগুলি সম্পর্কেও সকলেরই জানা উচিত।
- রবিবার ছুটির দিন, তাই অধিকাংশই এই দিনে চুল এবং শরীরের প্রতি যত্ন নেন। সেদিন চুলে তেল দিয়ে ম্যাসাজ করলে আরাম তো লাগেই, চুলের গোড়ায় পুষ্টিও যোগায়। কিন্তু জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে ভুল করেও রবিবার মাথায় ও শরীরে তেল মাখানো উচিত নয়। কথিত আছে যে রবিবার ভগবান সূর্যকে উৎসর্গ করা হয় এবং এই দিনে তেল লাগালে তাপমাত্রা বৃদ্ধি পায়।
- এছাড়াও জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গলবার তেল ব্যবহারও অশুভ বলে মনে করা হয়। কথিত আছে, মঙ্গলবার তেল চুলে ব্যবহার করলে আয়ু কমে যায়। তাই ভুল করেও এই দিনে তেল মাখানো উচিত নয়।
- জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে বৃহস্পতিবার চুল ধোওয়া উচিত নয়। এই দিনে চুল ও শরীরে তেল ব্যবহার করাও উচিত নয়। এই দিনে তেল প্রয়োগ করলে জীবনে অর্থ ক্ষতির সম্মুখীন হতে পারে।
- জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্রবারও চুলে এবং শরীরে তেল মাখা উচিত নয়। এটি করা অশুভ বলে মনে করা হয়। কথিত আছে যে শুক্রবার তেল মাখলে অর্থ সংক্রান্ত সমস্যা ও দুঃখের সম্মুখীন হতে হয় জীবনে।
শীতের টাটকা ধনেপাতা দিয়ে বানান টেস্টি চাটনি, সময় লাগবে মাত্র ২ মিনিট
৫ মিনিটে বানান সুস্বাদু পালং শাকের ক্রিস্পি পকোড়া, রইল রেসিপি
ছাব্বিশে বদলে যাবে বিশ্ব! বাবা ভাঙ্গার ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী ফেলল আলোড়ন
শীত মানেই কেক-পেস্ট্রির সময়, বাড়িতে সহজে বানান অরেঞ্জ পেস্ট্রি
ফ্যাট টু ফিট! তিল-গুড়ের লাড্ডু কেন শীতকালের সুপারফুড?
ফের হাসপাতালে পলাশ, কেমন আছেন স্মৃতির হবু বর?







