AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pitru Paksha 2023: পুজোর শপিং শুরু করে দিয়েছেন? আগামী ১৬ দিন ভুলেও কেনাকাটা করবেন না, রয়েছে নিয়ম

Shopping Rules: হিন্দুশাস্ত্র মতে, এই সময় নতুন কোনও জিনিস ক্রয়-বিক্রয় করলে পূর্বপুরুষদের স্মরণ করার উপায় থেকে মনোযোগ সরে যায়। তাতে পূর্বপুরুষের আত্মা ভীষণ কষ্ট পায়। কিন্তু  কেন পিতৃপক্ষের সময় নতুন জিনিস কেনা উচিত নয়, তা জানেন না অনেকেই।

Pitru Paksha 2023: পুজোর শপিং শুরু করে দিয়েছেন? আগামী ১৬ দিন ভুলেও কেনাকাটা করবেন না, রয়েছে নিয়ম
ছবিটি প্রতীকী
| Edited By: | Updated on: Sep 26, 2023 | 4:24 PM
Share

হিন্দুধর্ম মতে, পিতৃপক্ষ হল পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ, শ্রাদ্ধের অনুষ্ঠান করার এক বিশেষ পক্ষ। এদিন আসলে মহালয়া নামে পরিচিত। এই বিশেষ পক্ষকে ষোলো শ্রাদ্ধ, অপরপক্ষ বা মহালয়াও বলা হয়। মহালয়া আসলে পিতৃপক্ষে শ্রাদ্ধানুষ্ঠান করা হয়। তাই এই পক্ষকে শুভকর্মের জন্য একেবারেই সঠিক সময় নয়। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, গণেশ চতুর্থীর পরবর্তী পূর্ণিমা তিথির পর থেকেই পিতৃপক্ষ শুরু হয়। সমাপ্ত হয় মহালয়ার অমাবস্যা তিথিতে। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে, এ বছর পিতৃপক্ষ শুরু হবে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে। ধর্মীয় বিশ্বাস অনুসারে, পিতৃপক্ষ ১৬ দিনের একটি সময়কাল থাকে, সেই সময় পূর্বপুরুষদের স্মরণ করা হয়।  ইহলোকে যারা চলে গিয়েছেন. তাঁদের আত্মার শান্তির জন্য শ্রাদ্ধ করার নিয়ম রয়েছে। তাই শ্রাদ্ধ করার সময় তর্পণ ও পিণ্ডদান করা উচিত।

হিন্দুশাস্ত্র মতে, এই সময় নতুন কোনও জিনিস ক্রয়-বিক্রয় করলে পূর্বপুরুষদের স্মরণ করার উপায় থেকে মনোযোগ সরে যায়। তাতে পূর্বপুরুষের আত্মা ভীষণ কষ্ট পায়। কিন্তু  কেন পিতৃপক্ষের সময় নতুন জিনিস কেনা উচিত নয়, তা জানেন না অনেকেই।

পিতৃপক্ষের সময় নতুন জিনিস কেনাকাটা নিষিদ্ধ কেন?

হিন্দুদের বিশ্বাস যে, পিতৃপক্ষ হল একটি অশুভ সময়। তাই এই সময় কোনও নতুন কিছু কেনাকাটা করলে অশুভ প্রভাব পড়ে। বিশ্বাস করা হয়,পিতৃপক্ষের সময় নতুন কোনও জিনিস কিনলে পূর্বপুরুষরা খুব অসন্তুষ্ট হোন। পিতৃপক্ষের সময় কেনা জিনিসগুলি পূর্বপুরুষদের জন্য উত্সর্গ করার নিয়ম রয়েছে। কারণ ওই জিনিসের প্রতি আত্মাদের অধিকার বেশি থাকে। কোনও জীবিত বা পরিবারের সদস্যরা সেই জিনিস ব্যবহার করা থেকে এড়িয়ে চলা উচিত। এ কারণে পিতৃপক্ষের সময় মানুষের কাজের গতি একেবারে কমে যায়। তবে শ্রাদ্ধপক্ষের সময় কেনাকাটা করা উচিত, না উচিত নয়, তা শাস্ত্রে কিছু বলা নেই।

পিতৃপক্ষ অশুভ নয়

অনেকেই রয়েছেন, যাঁরা শ্রাদ্ধপক্ষের সময় কেনাকাটা করাকে ঠিক মনে করেন না। তবে অনেকে অজান্তে ও স্বজ্ঞানে, অনেকে এই তিথিকালকে অশুভ বলে মনে করেন না।বিশ্বাস করা হয়,  শ্রাদ্ধপক্ষ গণেশ চতুর্থী ও নবরাত্রির মধ্যে পড়ে, তাই এই সময়কাল অশুভ নয়। বিশ্বাস করে যে শ্রাদ্ধপক্ষের সময়, পূর্বপুরুষরা মর্ত্যেঅবতরণ করেন ও পরিবারের সদস্যদের সর্বদা সুখী ও শান্তিতে থাকার আশীর্বাদ করে থাকেন।  যদি পিতৃপক্ষের সময় নতুন জিনিস কেনা হয়, তাহলে পূর্বপুরুষরা সেগুলি দেখে খুব খুশি হন। তাঁরা এসে দেখেন, পরিবার খুব খুশিতে রয়েছে, তাহলে তারাও খুব তুষ্ট হন।

কী কী জিনিস কিনবেন না

পিতৃপক্ষের সময় নতুন পোশাক ও নতুন গহনা কেনা উচিত নয়। চাইলে নতুন বাড়ি, প্লট, ফ্ল্যাট ও নতুন গাড়ি কিনতে পারেন। পিতৃপক্ষের সময় এই জিনিসগুলি কিনলে পিতৃপুরুষরা খুব সন্তুষ্ট হন। বিশ্বাস করা হয় যে পূর্বপুরুষরা সন্তানদের উন্নতি দেখে সন্তুষ্ট হন। মনে করা হয়, যদি কিছু গুরুত্বপূর্ণ জিনিস কিনতে চান তবে আপনি সেগুলি পিতৃপক্ষের সময়ও কিনতে পারেন।