AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Organ Donation: শাস্ত্রমতে মৃত্যুর পর অঙ্গদান উচিত না অনুচিত? প্রেমানন্দ মহারাজ বললেন…

দেশে অঙ্গদানের সংখ্যা তুলনামূলকভাবে আগের থেকে বেড়েছে। শাস্ত্র অনুযায়ী অঙ্গদান করা উচিত না অনুচিত? এই বিষয়ে জানিয়েছেন বৃন্দাবনের আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজ।

Organ Donation: শাস্ত্রমতে মৃত্যুর পর অঙ্গদান উচিত না অনুচিত? প্রেমানন্দ মহারাজ বললেন...
শাস্ত্রমতে মৃত্যুর পর অঙ্গদান উচিত না অনুচিত? প্রেমানন্দ মহারাজ বললেন...Image Credit: Getty Images, Pinterest
| Updated on: Aug 05, 2025 | 7:08 PM
Share

অঙ্গদান বা দেহদান এক মহৎ দান। কোনও রোগীর অঙ্গ বিকল হয়ে গেলে তাঁর অঙ্গদানের প্রয়োজন হয়। ভারতের মতো দেশে বিপুল জনসংখ্যা থাকলেও অঙ্গদানে হার খুবই কম। আর দিন দিন দেশে অঙ্গের চাহিদা খুবই বাড়ছে। প্রতি বছর ১৩ অগস্ট সারা বিশ্বে অঙ্গদান দিবস পালিত হয়। শাস্ত্র অনুযায়ী অঙ্গদান করা উচিত না অনুচিত? এই বিষয়ে জানিয়েছেন বৃন্দাবনের আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজ।

শাস্ত্রমতে অঙ্গদান উচিত না অনুচিত এই প্রসঙ্গে সৎসঙ্গে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রেমানন্দ মহারাজ বলেন, ‘যদি আমরা সুস্থ ও জীবিত থাকা অবস্থায় অঙ্গ দিই, তা হলে ঠিক আছে। কিন্তু ব্রেন ডেড হয়ে গেলে অঙ্গদান উচিত নয়। কারণ ওই অবস্থায় অঙ্গদানের অর্থ, যিনি অঙ্গ দিচ্ছেন, তাতে কোনও সিদ্ধান্ত নেওয়া যায় না।’

পাশাপাশি প্রেমানন্দ মহারাজ জানিয়েছেন, যদি কোনও ব্যক্তি জীবিত অবস্থায় অঙ্গদানের সিদ্ধান্ত নেন, তা উচিত। তিনি বলেন, ‘আমার চোখ দিয়ে যদি অন্য কেউ দেখতে পায়, তা হলে তো ভালোই। কারণ আমি তো ধরুন মারাই যাচ্ছি বা মারা গিয়েছি, তাতে যদি কারও আমার অঙ্গ পেয়ে সাহায্য হয়, সেটা ভালো। আমি এটাই মনে করি। তবে অবশ্যই এক্ষেত্রে দাতার স্বীকৃতি জরুরি।’ 

এই প্রসঙ্গে প্রেমানন্দ মহারাজ দধীচি মুনির কথা বলে জানান জগতের মঙ্গলের জন্য তিনি শরীরের হাড় দিয়েছিলেন। যা দিয়ে বজ্রাস্ত্র তৈরি হয়েছিল। এর থেকে প্রমাণিত যে, যদি কেউ জগৎ ও সংসারের কল্যাণের কথা ভেবে অঙ্গদান করেন, তা হলে সেটি উচিত কাজ।  

বিঃ দ্রঃ – এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।