Sawan month 2023: ধুতুরা বা বেল নয়, শিবলিঙ্গে অর্পণ করুন নীলকণ্ঠের প্রিয় ফুল! আশীর্বাদ বর্ষিত হবে সারাজীবন

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Jul 14, 2023 | 7:42 PM

Favourite Flowers : ধর্মীয় বিশ্বাস অনুসারে, শ্রাবণ মাস ভগবান শিবের কাছে অত্যন্ত প্রিয়। মনে করা হয়, এই সময়ে শিবলিঙ্গ পুজো করলে ভক্তরা দ্রুত ফল পাওয়া যায়।

Sawan month 2023: ধুতুরা বা বেল নয়, শিবলিঙ্গে অর্পণ করুন নীলকণ্ঠের প্রিয় ফুল! আশীর্বাদ বর্ষিত হবে সারাজীবন

Follow Us

হিন্দু ধর্মে প্রতিটি দিন ও মাস গুরুত্বপূর্ণ হলেও শ্রাবণ মাসকে অত্যন্ত পবিত্র ও বিশেষ হিসেবে ধরা হয়। এই পবিত্র মাস জুড়ে ভোলেনাথের আরাধনা করার জন্যই উৎসর্গ করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, শ্রাবণ মাস ভগবান শিবের কাছে অত্যন্ত প্রিয়। মনে করা হয়, এই সময়ে শিবলিঙ্গ পুজো করলে ভক্তরা দ্রুত ফল পাওয়া যায়। এই কারণেই ভক্তরা শ্রাবণ মাসে ভোলেবাবাকে  নিয়ম-কানুন অনুসারে পুজো করে থাকলে ও নির্জলা উপবাস পালন করেন ভক্তরা। একই সঙ্গে মহাদেবের সব প্রিয় জিনিসগুলি নিবেদন করা হয়। এই সময় শিবের প্রিয় ফুল নিবেদন করলে ভক্তরা দ্রুত সমস্যা থেকে মুক্তি পান ও শিবের কৃপায় আশীর্বাদপ্রাপ্ত হন। পাশাপাশি সুখ ও সমৃদ্ধিও ফিরে পাওয়া যায়। সকলেই জানেনে শিবের খুব পছন্দের ফুল হল আকন্দ, বেল ফুল, ধুতুরা ফুল। শুধু এইগুলিই নয়, শিবলিঙ্গে দিন মহাদেবের সবচেয়ে প্রিয় ফুল।

নীলকণ্ঠের সবচেয়ে প্রিয় ফুল

ধর্মীয় বিশ্বাস অনুসারে,  বেল পাতা ও এর ফল, ফুল আদিশঙ্করের সবচেয়ে প্রিয়।শ্রাবণ মাসে প্রতিদিন শিবলিঙ্গে বেলপাতা ও ফুল নিবেদন করলে বিবাহিত জীবনের সমস্ত সমস্যা শীঘ্রই অবসান ঘটে। এছাড়া শ্রাবণ মাসের সোমবার বা শনিবার শিবলিঙ্গের ফুল ও পাতা নিবেদন করলে চঞ্চল মন যেমন শান্ত হয়. তেমনি মোক্ষলাভও করেন ভক্তরা।

পুরো বর্ষা জুড়ে আকন্দ ফুল ফুটে থাকে সর্বত্র। সেই ফুল ভোলেনাথের খুব পছন্দের। আকন্দ ফুলের পাশাপাশি রুদ্রী পাঠ করুন, বিশ্বাস করা হয় এমনটা হলে সমস্ত ধরণের রোগ নাশ হয়, সুস্থ ও স্বাভাবিক জীবন লাভ করেন ভক্তরা। এছাড়া পুরো মাসে শিব শঙ্করকে তিসি ফুল নিবেদন করলে শিবের পাশাপাশি লক্ষ্মী ও ভগবান বিষ্ণুরও আশীর্বাদ পাওয়া যায়, সেই সঙ্গে আর্থিক উন্নতিও হয়।

একইভাবে শ্রাবণ মাসে প্রতিদিন শিবের পুজো করার সময় জুঁই ফুল নিবেদন করলে সন্তান সুখ যেমন পাওয়া যায়, তেমনি যান দুর্ঘটনা থেকেও রক্ষা পায়।

ধুতুরা ফুলও শিবের খুব প্রিয়। এই সময় শিবলিঙ্গে নিবেদন করলে সন্তান লাভের সকল বাধা দূর হয়। কাঠ করবী ফুলও খুব প্রিয়, শ্রাবণ মাসে এই ফুলটি ভগবানকে নিবেদনকরলে সুখ, সমৃদ্ধি ও ধন-সম্পদ বৃদ্ধি পায়।

Next Article