Sawan Pradosh Vrat 2023: কর্মক্ষেত্রে লাগাতার অশান্তি আর মানসিক চাপ! সোম প্রদোষে কালো গোলমরিচের ব্যবহারেই আসবে সমাধান
Som Pradosh Fast: আগামী ২৮ অগস্ট বছরের অনেযতম বিশেষ ও গুরুত্বপূর্ণ দিন বলে গণ্য করা হয়েছে। এদিনে সূর্যাস্তের সময় বেশ কিছু প্রতিকার মেনে চললে জীবনের সবচেয়ে বড় সঙ্কট ও দোষ থএকে মুক্তি পাওয়া যেতে পারে।
হিন্দু ক্যালেন্ডার মতে, শ্রাবণ মাসের (Sawan 2023) শেষ সোমবারেই পালিত হবে সোম প্রদোষ ব্রত (Som Prodosh Vrat 2023)। শ্রাবণ মাস মানেই শিবের (Lord Shiva) আরাধনা। আগামী ২৮ অগস্ট বছরের অন্যতম বিশেষ ও গুরুত্বপূর্ণ দিন বলে গণ্য করা হয়েছে। এদিনে সূর্যাস্তের সময় বেশ কিছু প্রতিকার মেনে চললে জীবনের সবচেয়ে বড় সঙ্কট ও দোষ থএকে মুক্তি পাওয়া যেতে পারে। বিশেষ করে যারা চাকরিক্ষেত্রে অনবরত সমস্যার মুখে পড়ছেন, তাদের জন্য এদিন নির্দিষ্ট কিছু প্রতিকার মেনে চলা আবশ্যিক।
– চাকরির ইন্টারভিউ দেওয়ার আগেই নেতিবাচক মানসিকতা বারবার ব্যর্থতা ডেকে আনছে কি? ইন্টারভিউয়ের সময় আত্মবিশ্বাস ধরে রাখা সম্ভব না হলে এদিন মেনে চলুন এক বিশেষ প্রতিকার। সাক্ষাত্কারে ব্যর্থতা থেকে মুক্তি পেতে সোম প্রদোষ ব্রতের দিন সন্ধ্যের সময় শিবলিঙ্গে একটি কালো গোলমরিচ নিবেদন করুতে পারেন। অপর একটি কালো গোলমরিচ বাড়ির প্রধান দরজার সামনে রাখতে পারেন। এবার ওই দরজার কালো গোলমরিচের ওপর পা দিয়ে পিষে ইন্টারভিউ দিতে যান । সাফল্য আসবেই আসবে।
– কর্মক্ষেত্রে সহকর্মীর ষড়যন্ত্রে বারবার বিপদের মুখে পড়ছেন? লক্ষ্য অর্জনে বাধা হয়ে দাঁড়াচ্ছে কিংবা উন্নতি অধরা থেকে গেলে সোমবার একটি পরিস্কার অশ্বত্থ গাছের পাতা নিন। তবে মাথায় রাখবেন সেই পাতায় যেন কোন ছোপ বা দাগ বা ছেঁড়া না থাকে। এবার সেই পাতাটি গঙ্গাজল দিয়ে ধুয়ে থালায় রেখে ১১ বার গায়ত্রী মন্ত্র উচ্চারণ করুন। এবার সেই পাতা শিবলিঙ্গের কাছে রেখে দিন। এই প্রতিকার পর পর ৫ সোমবার মেনে চলুন। কথিত আছে যে এই প্রতিকারে শত্রুরা কখনওই আর সাফল্যের পথে বাধা হয়ে থাকার সাহস পাবে না।
– শ্রাবণ সোমবার ও প্রদোষ ব্রত উপলক্ষে শিবলিঙ্গে একমুঠো চাল নিবেদন করুন। শিবের পাশাপাশি লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার সেরা ও সহজ উপায়। শুধু তাই নয়,এই প্রতিকারের মাধ্যমে চাকরিতে উন্নতির পথ খুলে যায়।
– শিবপুরাণ অনুসারে, প্রতি মাসের ত্রয়োদশী তিথিতে, শিব সন্ধ্যের সময়কালে প্রসন্ন মেজাজে নৃত্য করেন। এই সময়, শিবলিঙ্গে বেলপত্র রেখে জলাভিষেক করুন। শিবের পঞ্চাক্ষরী মন্ত্র ১০৮ বার জপ করার সময় অভিষেক করতে পারেন। বিশ্বাস করা হয় যে এর ফলে চাকরিতে আসা সমস্যা দূর হয়। মানসিক চাপ থেকেও মুক্তি পায়।
– আকন্দ ফুল শিবের খুব প্রিয়। শ্রাবণ মাসের শিবপুজোয় আকন্দ ফুল নিবেদন করলে মহাদেব খুব খুশি হন। এছাড়া শ্রাবণ সোম প্রদোষ ব্রতের দিন, শিবলিঙ্গের উপর ফুল অর্পণ করলে অসীম বহুগুণ ফল পাওয়া যায়। সুখ ও সমৃদ্ধি ফিরে আসে সারা জীবন।