AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Snake Plant in Vastu: মানি প্ল্যান্ট নয়, ঘরের এদিকে রাখুন এই গাছ! বাস্তুমতে, প্রাচুর্য ও সৌভাগ্য আটকাতে পারবে না কেউ

Vastu Tips for Home: কিছু গাছপালা রয়েছে. যেগুলি ভাগ্যকে বদলাতে সাহায্য করে. অফিসে বা বাড়িতে বাস্তু মেনে সেইসব গাছ লাগানো উচিত। কারণ সেগুলি সৌভাগ্য, প্রাচুর্যের প্রতীক হিসেবে গণ্য করা হয়।

Snake Plant in Vastu: মানি প্ল্যান্ট নয়, ঘরের এদিকে রাখুন এই গাছ! বাস্তুমতে, প্রাচুর্য ও সৌভাগ্য আটকাতে পারবে না কেউ
ছবিটি প্রতীকী
| Edited By: | Updated on: Jul 19, 2023 | 7:03 PM
Share

বাস্তুশাস্ত্র (Vastushastra) মতে, অনেকেই অন্দরমহলে নানা জাতের গাছপালা লাগিয়ে সুন্দর করে সাজিয়ে রাখতে ভালোবাসেন। বাইরের দূষিত বাতাস থেকে রক্ষা পেতে অন্দরেই সবুজের মেলা সাজিয়ে তাক লাগিয়ে দেন। অনেকে গাছের প্রতি অগাধ ভালোবাসা রয়েছে। বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি গাছ লাগিয়ে শখ পূরণ করেন। তবে বিভিন্ন গাছ বাড়িতে আনার আগে দেখে নেওয়া উচিত। বাস্তুশাস্ত্র মতে সেইসব গাছ সঠিক ও নির্দিষ্ট জায়গায় রাখা দরকার।

মনে রাখা দরকার, বাড়ির ভিতরে এই সবুজ গাছের মূল কাজই হল ঘরের বাতাসের গুণমানকে উন্নত করে সতেজ করে তোলা। বিষাক্ত বায়ু নিমেষে গায়েব হয়ে যায়। তবে সমস্ত সবুজ গাছের ভূমিকাগুলি সবক্ষেত্রে একভাবে কার্যকর নয়। কিছু গাছপালা রয়েছে. যেগুলি ভাগ্যকে বদলাতে সাহায্য করে. অফিসে বা বাড়িতে বাস্তু মেনে সেইসব গাছ লাগানো উচিত। কারণ সেগুলি সৌভাগ্য, প্রাচুর্যের প্রতীক হিসেবে গণ্য করা হয়।

মানি প্ল্যান্ট গাছ অনেকেরই বাড়িতে দেখা যায়। তবে স্নেক প্ল্যান্টও সৌভাগ্য বয়ে নিয়ে আসে। বাড়ির ভিতরে ও বাইরে উভয় ক্ষেত্রেই পুঁতলে বেড়ে ওঠে। বাড়ির সঠিক জায়গায় রোপণ করলে এই গাছের অনেক সুবিধা রয়েছে। বাথরুম ও বেডরুমের জন্য বাস্তুতে এই গাছটির গুরুত্ব সবচেয়ে বেশি। এছাড়া বসার ঘরে ও ডাইনিং হলের কি্ছু নির্দিষ্ট কোণে রাখলে ভাগ্যের চাকা অন্য খাতে ঘুরতে শুরু করবে।

উপকারিতা

বাস্তু অনুসারে, স্নেক প্ল্যান্টের অনেক উপকারিতা রয়েছে। এর কারণ, বাস্তুশাস্ত্র অনুসারে এই গাছ আসলে পজিটিভিটির প্রতীক। ইনডোর প্ল্যান্ট হিসেবে এই গাছ বাতাস থেকে চারটি গুরুত্বপূর্ণ টক্সিন দূর করার ক্ষমতা রাখে। এই ইনডোর প্ল্যান্টটি ঘরে অক্সিজেনের প্রবাহকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। এছাড়া মানসিক চাপ কমাতে সাহায্য করে। শোওয়ার ঘরে স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করতেও সাহায্য করে।

বাস্তুশাস্ত্র মতে কী কী উপকারে লাগে

সব ধরনের উপকার পেতে স্নেক প্ল্যান্ট বাস্তুশাস্ত্রের সঠিক দিক খুবই গুরুত্বপূর্ণ। বাস্তু অনুসারে, বাড়ির পূর্ব, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব কোণে স্নেক প্ল্যান্ট রাখা ভাল। আপনি যে কোনও টেবিল বা পৃষ্ঠের উপরে উদ্ভিদ স্থাপন এড়ানো উচিত। অন্য কোনও গৃহমধ্যস্থ গাছপালা দ্বারা বেষ্টিত করা উচিত নয়।

বাস্তুতে স্নেক প্ল্যান্ট অশুভ

স্নেক প্ল্যান্ট রাখা কোনও ক্ষতি কিছু নেই। অনেকেই বিশ্বাস করেন যে, এই গাছ আসলে দুর্ভাগ্য বয়ে নিয়ে আসে। এছাড়া নেগেটিভ শক্তি বাড়িয়ে তোলে। বাস্তুশাস্ত্র অনুসারে এই গাছ কখনও বাড়ির ভিতরে না রাখাই মঙ্গল।