Solar Eclipse 2022: একই দিনে সূর্যগ্রহণ ও শনিশ্চরি অমাবস্যা! ভুলেও এই কাজগুলি করবেন না

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Apr 29, 2022 | 8:47 AM

Surya Grahan: সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের বিশেষ যত্ন নেওয়া দরকার। গ্রহণের সময় তাঁরা যাতে বাড়ির বাইরে বের না হোন, সেদিকে খেয়াল রাখা দরকার।

Solar Eclipse 2022: একই দিনে সূর্যগ্রহণ ও শনিশ্চরি অমাবস্যা! ভুলেও এই কাজগুলি করবেন না

Follow Us

আগামী ৩০ এপ্রিল, বছরের প্রথম আংশিক সূর্যগ্রহণ (Surya Grahan) দেখা যাবে চিলি, আর্জেন্টিনা, উরুগুয়ের বেশিরভাগ অংশ, পশ্চিম প্যারাগুয়ে, দক্ষিণ-পশ্চিম বলিভিয়া, দক্ষিণ-পূর্ব পেরু এবং দক্ষিণ-পশ্চিম ব্রাজিলের একটি ছোট অঞ্চলে। এছাড়া অ্যান্টার্কটিকার উত্তর-পশ্চিম উপকূলরেখার কিছু অংশে, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ সহ দক্ষিণ আমেরিকার দক্ষিণ-পূর্ব উপকূলে আটলান্টিক মহাসাগরে এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ মহাসাগরের উপরেও দৃশ্যমান হবে। প্রসঙ্গেত পরবর্তী সূর্যগ্রহণ দেখা যাবে ২৫ অক্টোবরে। এরপর ২০২৩ সাল পর্য়ন্ত আর কোনও সূর্যগ্রহণ দেখা যাবে না। এবারের সূর্যগ্রহণ প্রায় তিন ঘণ্টা বাহান্ন মিনিট পর্যন্ত স্থায়ী থাকবে। বিকেল ৪টে ৪১ মিনিটে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে বলে জানা গিয়েছে।

এই সময় কোন কোন কাজ ভুলেও করবেন না, জানুন…

– সূর্যগ্রহণের সময় খাবার খাওয়া নিষিদ্ধ।
– কোন নতুন কাজ শুরু করবেন না এবং মাঙ্গলিক কাজও করা উচিত নয়।
– নখ কামড়ানো, চিরুনি দেওয়া নিষিদ্ধ।
– গ্রহণের সময় ঘুমানো উচিত নয়।
– ছুরি বা ধারালো বস্তু ব্যবহার করবেন না।
– গ্রহনের আগে রান্না করা খাবারে তুলসী পাতা রাখুন।
– গ্রহণের সময় বাড়ির মন্দিরের দরজা বন্ধ করে রাখুন।

সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের বিশেষ যত্ন নেওয়া দরকার। গ্রহণের সময় তাঁরা যাতে বাড়ির বাইরে বের না হোন, সেদিকে খেয়াল রাখা দরকার। মনে করা হয়, সূর্যগ্রহণের সময়ে ক্ষতিকারক রশ্মি গর্ভবতী মহিলাদের স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে। এদিন ভুলে কী কী করবেন না, জেনে নিন…

– সূর্যগ্রহণের কুপ্রভাব এড়াতে গর্ভবতী মহিলার জিভে তুলসী পাতা রেখে হনুমানজীর পূজা করা উচিত।

– সূর্যগ্রহণ শেষে গর্ভবতী মহিলাকে অবশ্যই স্নান করতে হবে, অন্যথায় গর্ভস্থ শিশু চর্মরোগে আক্রান্ত হতে পারে।

– এই সময় গর্ভবতী মহিলারা অধিষ্ঠিত দেবতার পূজা করা উচিত।

আরও পড়ুন: Shanishchari Amavasya: শনির মহাদশা থেকে মুক্তি পেতে শনিবার এই নিয়মগুলি অক্ষরে অক্ষরে পালন করুন

 

Next Article