Diwali 2021: দীপাবলীর রোশনাইয়ে সেজে ওঠে দেশের একমাত্র কৌশল্যার মন্দিরও!

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Oct 31, 2021 | 6:54 AM

মন্দির চত্বরে রয়েছে একটি আতা গাছ। স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী এই গাছের ফলের সঙ্গে কাগজে মনের ইচ্ছা লিখে দিলে তা পূরণ হয়।

Diwali 2021: দীপাবলীর রোশনাইয়ে সেজে ওঠে দেশের একমাত্র কৌশল্যার মন্দিরও!
সংস্করণের পর কৌশল্যা মন্দিরের নয়া রূপ

Follow Us

সারা দেশেই রামমন্দিরের সংখ্যা অসংখ্য। কিন্তু তাঁর মা কৌশল্যাকে উত্‍সর্গ করা একমাত্র প্রাচীন মন্দিরও রয়েছে এই দেশে। ছত্তিশগড়ের চাঁদখুরির এই মন্দিরই দেশের একমাত্র মন্দির, যেখানে রামের মাতাকে দেবী হিসেবে পুজো করা হয়। রাম ভ্যান গামন ট্যুরিজম সার্কিট স্কিমের অধীনে,প্রাচীন রীতি মেনে এখনও এই মন্দিরটিকে সুন্দর করা হয়েছে। চাঁদখুরি গ্রামে চন্দ্রবংশী রাজাদের কারণে চন্দ্রপুরী নামেও পরিচিত। ছত্তিশগড় রাজ্যের রাজধানী রায়পুর থেকে ২৭ কিলোমিটার দূরে অবস্থিত। ১২৬টি পুকুর-সহ এই চাঁদখুরি গ্রামে মাতা কৌশল্যার এই প্রাচীন মন্দিরে ভগবান রামকে কোলে নিয়ে এক আশ্চর্যজনক সুন্দর মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে।

ছত্তিশগড়কে ভগবান শ্রী রামের মাতামহী হিসেবেও গণ্য করা হয়। রামায়ণে কৌশল্যা মাতার জন্মস্থান কোশল দেশে উল্লেখ আছে। উত্তর ও দক্ষিণ কোশলকে আলাদা করা হয়েছিল। দক্ষিণ কোসল হল ছত্তিশগড়। ভগবান শ্রীরামকে মরিয়দা পুরুষোত্তম ভাগ্নে রূপে পূজা করেন।

প্রত্নতাত্ত্বিকদের মতে, এই মন্দিরের ধ্বংসাবশেষ পর্যবেক্ষণ করলে বোঝা যায় যে এই মন্দিরটি সোমবংশী যুগের। ৮ম থেকে ৯ম শতাব্দী পর্যন্ত চলেছিল তাঁদের রাজত্ব। সমসাময়িক কালে নির্মিত প্রাচীন শিব মন্দিরটি জলসেন পুকুরের একটু সামনেই অবস্থিত। শিব মন্দিরের পাথরের ধ্বংসাবশেষ তার প্রাচীনত্বের প্রমাণ দেয়। এই মাতা কৌশল্যা মন্দিরটি জলসেন পুকুরের মাঝখানে অবস্থিত, যেখানে একটি সেতু দিয়ে যাওয়া যায়। মন্দিরের গর্ভগৃহে বাত্সল্যমের কোলে শিশুর রূপে ভগবান শ্রী রামের মূর্তি। মাতা কৌশল্যা ভক্ত ও ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে।

জানা যায়, বিবাহের উপহার হিসেবে রাজা ভানুমন্ত তাঁর কন্যা কৌশল্যাকে দশ হাজার গ্রাম দিয়েছিলেন বলে কথিত রয়েছে। এতে তাঁর জন্মস্থান চন্দ্রপুরীও অন্তর্ভুক্ত ছিল। পুরাণ অনুসারে, মাতা কৌশল্যা স্বপ্নে রাজার কাছে হাজির হয়েছিলেন । এরপর রাজা ওই স্থানে খনন করলে মূর্তিটি পাওয়া যায়। পরে রাজা একটি মন্দির তৈরি করে প্রতিমা স্থাপন করেন। ১৯৭৩ সালে, মন্দিরটি সংস্কার করা হয়েছিল। দীপাবলী উপলক্ষ্যে চাঁদখুরীতে প্রতি বছর জমকালো উৎসবও হয়। মানুষ ভগবান রামের বিজয়ে আনন্দিত হয় এবং অযোধ্যায় ফিরে আসে। সম্প্রতি, মন্দিরের মাঠে ভগবান রামের একটি ৫১ ফুট লম্বা মূর্তি স্থাপন করা হয়েছে।

মন্দির চত্বরে রয়েছে একটি আতা গাছ। স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী এই গাছের ফলের সঙ্গে কাগজে মনের ইচ্ছা লিখে দিলে তা পূরণ হয়। কৌশল্যা মন্দিরের কাছেই রয়েছে বৈদ্যরাজ সুশেনের সমাধি। সুষেণ বৈদ্য রাবণের পরাজয়ের পর লঙ্কা থেকে রামের সাথে এসেছিলেন এবং এখানে চাঁদখুরিতে মৃত্যুবরণ করেছিলেন বলে জানা যায়।

আরও পড়ুন: Kali Pujo 2021: নিষ্ঠা-সহকারে বাড়িতে কালী পুজো করলে কোন কোন জিনিস অপরিহার্য, জানেন?

Next Article