প্রায় শেষের মুখে ২০২৪ সাল। আর মাত্র কটা দিনের অপেক্ষা। তারপরেই ২০২৫ শুরু হয়ে যাবে। জ্যোতিষশাস্ত্র বলছে চলতি বছরের শেষ থেকে ২০২৫ সালের শুরুর কটা দিনের মধ্যে রাশি পরিবর্তন করবে কিছু গ্রহ। এই সময়ে বক্রী হচ্ছে মঙ্গল। ৭ ডিসেম্বর আজ সকাল ৭টা থেকেই শুরু হয়েছে এই বক্রী হওয়া। ৮০ দিন ধরে চলবে বক্রী হওয়ার ঘটনা, এই সময়ে কর্কট রাশিতে থাকবে মঙ্গল। জ্যোতিষ শাস্ত্র মতে মঙ্গল সম্মান, পরাক্রম, জমি-জায়গা, সন্তান এবং ধন-সম্পত্তির কারক।
এই বক্রী থাকা অবস্থায় বিভিন্ন রাশির উপর বিভিন্ন ভাবে প্রভাব ফেলবে মঙ্গল। তাতে কেউ উপকৃত হবেন তো কেউ আবার সমস্যায় পড়বেন। তবে চার রাশির জাতকদের এই ৮০ দিন হতে চলেছে অত্যন্ত কঠিন সময়। কোন রাশির জাতকরা সামলে থাকবেন?
কর্কট – মঙ্গলের বক্রী হওয়ার ফলে কর্কট রাশির জাতকদের আত্মবিশ্বাসের অভাব হতে পারে। মানসিক অশান্তি হতে পারে। এই সময় সংযম বজায় রাখাটাও জরুরি। কর্মক্ষেত্রে বাধার সম্মুখীন হতে পারেন।
বৃশ্চিক – বৃশ্চিক রাশির জাতকদের উপর মঙ্গলের নেতিবাচক প্রভাব পড়তে পারে। মানসিক ওঠা-নামা থাকবে। জীবনসঙ্গী পরিবারের কারও স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়তে পারে।
মকর – মঙ্গলের প্রভাবে মকর রাশির জাতকদের অজানা ভয়ে জর্জরিত হতে পারেন। চাকরি বা ইন্টারভিউয়ের ক্ষেত্রে ব্যর্থতার সম্ভাবনা রয়েছে। মনের বিভ্রান্তিকে দমন করতে হবে। তবে ধৈর্যের অভ্যাস বাড়বে।
কুম্ভ – মঙ্গলের বক্রী প্রভাব পড়বে কুম্ভ রাশির জাতকদের উপরেও। ব্যবসায় জটিলতা, কর্মক্ষেত্রে পরিবর্তন, আর্থিক সংকটের মতো নানা সমস্যা দেখা দিতে পারে এই সময়।