Sawan Vastu Tips: শ্রাবণ সোমবারে বাড়িতে রাখুন এই ৫টি পুজোর জিনিস, শিবের আশীর্বাদে আর্থিক উন্নতি ঘটবে নিশ্চিত

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Jul 15, 2022 | 6:55 PM

Sawan Somwar: সকলের মনোষ্কামনা পূরণের জন্য বাড়িতে প্রতি সোমবার পালন করুন শিবপুজো। শ্রাবণ মাসের সোমবার এমন কিছু বাস্তু সমাধান রয়েছে যা ব্য়ক্তির ভবিষ্যতই বদলে দিতে পারে।

Sawan Vastu Tips: শ্রাবণ সোমবারে বাড়িতে রাখুন এই ৫টি পুজোর জিনিস, শিবের আশীর্বাদে আর্থিক উন্নতি ঘটবে নিশ্চিত

Follow Us

শ্রাবণের মাস শুরু হয়ে গিয়েচে।এই বছর ১৪ জুলাই থেকে শুরু হয়েছে শ্রাবণ মাস (Sawan Month 2022)। পুরো মাসটি মহাদেবের পুজোর উদ্দেশ্যে পালন করা হয়। এই মাসে পূর্ণিমাতে শ্রবণ নক্ষত্রটি চাঁদের সহচার্য্যে থাকে বলে এই মাসের নাম শ্রাবণ। শিব (Lord Shiva) হিন্দুধর্মের অন্যতম প্রধান দেবতা। এই মাসে শিবকে সন্তুষ্ট করতে প্রতি সোমবার বা যে কোনও একটি সোমবার রুদ্রাভিষেক করতে পারেন। সকলের মনোষ্কামনা পূরণের জন্য বাড়িতে প্রতি সোমবার পালন করুন শিবপুজো। শ্রাবণ মাসের সোমবার এমন কিছু বাস্তু সমাধান রয়েছে যা ব্য়ক্তির ভবিষ্যতই বদলে দিতে পারে। ভক্তের যেকোনও সমস্যা দূর করে গৃহে বজায় থাকবে সুখ সমৃদ্ধি হবে। ঘুচে যাবে আর্থিক অনটনও।

সোমবার রূপোর শিবলিঙ্গের রুদ্রাভিষেক করুন

পুরাণে রূপোর শিবলিঙ্গকে খুব পবিত্র এবং বিশেষ মানা হয়েছে। রূপোর শিবলিঙ্গ চাঁদ এবং রূপোয় মিশে তৈরি করে। বাড়িতে ভগবান শিবের ত্রিশূল থাকে সেখানে নেতিবাচক শক্তি ঢুকতে পারে না। শ্রাবণ মাসের প্রথম সোমবার আপনি রূপোর ত্রিশূল এনে বাড়ির মন্দিরে রেখে দিতে পারেন। যদি রূপোর ত্রিশূল বা শিবলিঙ্গ কেনার সামর্থ্য না থাকে তবে তামার বা কালো পাথরের ত্রিশূলও কিনে আনতে পারেন।

নাগিন যোগ

বাস্তু অনুসারে, শ্রাবণের প্রথম সোমবার ১৮ জুলাই হল এই দিন নাগপঞ্চমীও বটেও। এই দিন আপনি আপনার বাড়িতে যদি পারদ শিবলিঙ্গের রুদ্রাভিষেক করা হয়, শ্রাবণ মাসে রূপো বা তামার নাগ-নাগিন জুটি বাড়িতে আনা খুবই শুভ। বাড়ির মূল দরজার নীচে এটিকে চেপে রাখলে ব্যক্তির আটকে থাকা কাজ শুরু হয়ে যেতে পারে এবং নেতিবাচক শক্তিও ঘর থেকে দূরে থাকবে। এর জেরে কাল সর্প দোষে শান্তি মিলতে পারে। যদি কোন কুন্ডলিতে নাগ দোষ বা পিতৃদোষ থাকে, তাহলে তা থেকে উপকার পাওয়া যায়।

রুপোর বেলপাতা

বেলপাতা ছাড়া শিবের পুজো অসম্পূর্ণ। শ্রাবণ মাসে আপনি রূপোর বেলপাতা ভগবান শিবকে অর্পণ করতে পারেন। বাড়ির মন্দিরে রূপোর বেলপত্র রাখলে জীবনের সব সমস্যা দূর হয়ে যায় এবং আর্থিক পরিস্থিতি আরও মজবুত হয়ে ওঠে।

গঙ্গা জল

শ্রাবণ মাসে গঙ্গাজল বাড়িতে আনা খুবই শুভ বলে মনে করা হয়। ভগবান শিবের বা শিবলিঙ্গের জলাভিষেক গঙ্গাজল দিয়ে করা হয়। শ্রাবণ মাসে, ভোলেনাথের ভক্তরা হর কি পৌরি থেকে কানওয়ারে গঙ্গার জল এনে বাড়িতে নিয়ে আসে। প্রথমে শিবকে গঙ্গাজল নিবেদন করা হয়। এরপরে, এটি বাড়িতে খুব সামলে রাখা হয়। রান্নাঘরে গঙ্গা জল রাখা থেকে পরিবারে শান্তি ও আর্থিক উন্নতি দেখা দিতে পারে।

রুদ্রাক্ষ

হিন্দু ধর্মের মান্যতা অনুসারে, ভগবান শিবের যেখানে যেখানে চোখের জল পরেছে সেখানে সেখানে রুদ্রাক্ষ তৈরি হয়েছে। শ্রাবণ মাসে আপনি রুদ্রাক্ষ ঘরে নিয়ে আসতে পারেন। ঘরে রুদ্রাক্ষ রাখার ফলে ধন-ধান্য বৃদ্ধি পায়। জীবনের সব সঙ্কট দূর হয়ে যায় এবং বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করে। পাশাপাশি এই বাড়িতে অর্থনৈতিক সমস্যাও দূর হবে।

Next Article