AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sawan 2022: সব বাধা-বিপত্তি থেকে রক্ষা পেতে শ্রাবণে করুন শিবের রুদ্রাভিষেক, জানুন এর খুঁটিনাটি

Rudrabhishek in Sawan: সাধারণত মানুষ দুধ দিয়ে রুদ্রাভিষেক করে থাকে। তবে আপনার সমস্যার জটিলতা অনুসারে পণ্ডিতদের পরামর্শ অনুযায়ী সম্পুর্ণ নিয়ম মেনে রুদ্রাভিষেক করুন বাড়িতেই।

Sawan 2022: সব বাধা-বিপত্তি থেকে রক্ষা পেতে শ্রাবণে করুন শিবের রুদ্রাভিষেক, জানুন এর খুঁটিনাটি
| Edited By: | Updated on: Jul 14, 2022 | 2:06 PM
Share

বছরের পঞ্চম মাস হল দেবতাদের প্রিয় মাস, অর্থাৎ শ্রাবণ মাস (Sawan 2022)। এই বছর ১৪ জুলাই থেকে শুরু হয়েছে শ্রাবণ মাস (Sawan Month 2022)। পুরো মাসটি মহাদেবের পুজোর উদ্দেশ্যে পালন করা হয়। এই মাসে পূর্ণিমাতে শ্রবণ নক্ষত্রটি চাঁদের সহচার্য্যে থাকে বলে এই মাসের নাম শ্রাবণ। শিব (Lord Shiva) হিন্দুধর্মের অন্যতম প্রধান দেবতা। ঈশ্বরের সৃজন, পালন ও সংহার এই ত্রিশক্তি যথাক্রমে ব্রহ্মা, বিষ্ণু ও শিব এই তিন দেবতারূপে পরিচিত। ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন আর শিব ধ্বংস করেন। শিবপুরাণ, লিঙ্গপুরাণ প্রভৃতি গ্রন্থে শিব স্বয়ং ঈশ্বররূপে বন্দিত হয়েছেন। কথিত আছে, শ্রাবণ মাসের প্রতিদিনই অত্যন্ত শুভ। এই পুরো মাস যেহেতু শিবের খুব প্রিয় তাই, এই সময় রুদ্রাভিষে করলে শিব খুব খুশি ও সন্তুষ্ট হোন।

শাস্ত্র আনুসারে, রুদ্রাভিষেককে উত্তম মানা হয় এবং রুদ্রাভিষেক এর ফলে অনেক সমস্যার সমাধান হয়। রুদ্রাভিষেক এর ফলে কুষ্টি দোষ দূর হয় এবং ভগবান শিবের কৃপা ও লাভ হয়।এছাড়াও মনোকামনা পূরণের জন্য রুদ্রাভিষেক করা হয়। যাদের জীবনে যে প্রকার সমস্যা হয়ে থাকে ঠিক সেরূপ রুদ্রাভিষেক তারা করে থাকে। কথিত আছে যে এই মাসে ভগবান শিব এবং মা পার্বতীর সাক্ষাৎ হয়েছিল। এই কারণে শ্রাবণ মাস ভগবান শিবের খুব প্রিয়। শ্রাবণের প্রতিটি দিন রুদ্রাভিষেক-এর জন্য শুভ। রুদ্রাভিষেক মানে রুদ্রের অভিষেক। তার মানে শিবের পবিত্রতা। তাই এই মাসে শিবকে সন্তুষ্ট করতে প্রতি সোমবার বা যে কোনও একটি সোমবার রুদ্রাভিষেক করতে পারেন। শ্রাবণ মাসে শিবলিঙ্গে ৫টি গুরুত্বপূর্ণ জিনিস দিয়ে পুজো করলে মহাদেব অত্যন্ত খুশি হয়ে সব মনোবাসনা পূরণ করতে পারেন। কেটে যেতে পারে সব বাধা-বিপত্তি।

দই

শ্রাবণ মাসে শিবলিঙ্গে দই দিয়ে অভিষেক করলে যাঁরা বাহন পেতে চান, তাঁরা শীঘ্রই বাহন পেতে পারেন।

মধু

আপনি যদি অর্থের সমস্যায় জর্জরিত হন তবে এই শবনে মধু দিয়ে অভিষেক করুন। এটি করলে অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

আখের রস

শ্রাবণ মাসে আখের রস দিয়ে রুদ্রাভিষেক করলে লক্ষ্মীজীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। এর পাশাপাশি আর্থিক সমস্যায়ও লাভ আছে।

গঙ্গাজল ও জল

ভগবান শিবকে জল দিয়ে পবিত্র করলে একজন ব্যক্তি পুণ্য লাভ করেন। এছাড়াও গঙ্গাজল দিয়ে শিবলিঙ্গে রুদ্রাভিষেক করাও খুব শুভ বলে মনে করা হয়। কথিত আছে এটি করলে ঘরে সুখ-সমৃদ্ধি থাকে।

গরুর ঘি

খাঁটি গরুর ঘি দিয়ে ভগবান শিবকে অভিষেক করা খুবই শুভ বলে মনে করা হয়। কথিত আছে যে এটি করলে একজন ব্যক্তিকে স্বাস্থ্য সমস্যায় পড়তে হয় না।

সাধারণত মানুষ দুধ দিয়ে রুদ্রাভিষেক করে থাকে। তবে আপনার সমস্যার জটিলতা অনুসারে পণ্ডিতদের পরামর্শ অনুযায়ী সম্পুর্ণ নিয়ম মেনে রুদ্রাভিষেক করুন বাড়িতেই। তাতে সব সমস্যার সমাধান হবে দ্রুত।

বিশ্বাস করা হয় যে, রুদ্রাভিষেক পালন করলে জীবনে সব ধরনের সমস্যা দূর হয়। যদি সন্তান না হয় বা কোনও দীর্ঘকালীন সমস্য়া থাকে, কাহলে শ্রাবণ মাসের যে কোনও দিন রুদ্রাভিষেক করতে পারেন। আপনার মনের ইচ্ছা মহাদেবের কাছে প্রার্থনা স্বরূপ তুলে ধরতে পারেন।