স্বাধীনতার মাসে এই ৫ রাশির ব্যক্তিদের কপালে রয়েছে রাশি রাশি অর্থ! করতে পারেন স্বাধীন হয়ে খরচ
৫ রাশির জন্য রয়েছে সুখবর। স্বাধীনতার মাসে এই ৫ রাশির জাতক-জাতিকারা স্বাধীন হয়ে খরচ করলে কোনও সমস্যা নেই। কারণ, তাদের জন্য এ মাসে আয়ের পথ সুগম রয়েছে। জেনে নিন এই তালিকায় কোন কোন রাশি রয়েছে।

১৯৪৭ সালের ১৫ অগস্ট ভারত স্বাধীন হয়েছিল। আর এখন চলছে অগস্ট মাস। আজ ৭ অগস্ট। দেখতে দেখতে এ মাসের প্রথম সপ্তাহ শেষের পথে। আজকাল বাজারমূল্য আগুনে মেজাজে থাকার দরুন আয়ের থেকে ব্যয় বেশি অনেকের। ফলে মাসের শুরু থেকেই খরচে রাশ না টানলে বেকায়দায় পড়েন অনেকে। তবে ৫ রাশির জন্য রয়েছে সুখবর। স্বাধীনতার মাসে এই ৫ রাশির জাতক-জাতিকারা স্বাধীন হয়ে খরচ করলে কোনও সমস্যা নেই। কারণ, তাদের জন্য এ মাসে আয়ের পথ সুগম রয়েছে। জেনে নিন এই তালিকায় কোন কোন রাশি রয়েছে।
মেষ রাশি: এই রাশির জাতক-জাতিকাদের আয়ক্ষেত্রে রাহুর অবস্থান রয়েছে। একইসঙ্গে শনির বক্রগতি ও বৃহস্পতির সঙ্গে সম্পর্কের কারণে মেষ রাশির ব্যক্তিরা আয়ের ক্ষেত্রে শুভ ফল লাভ করবেন।
মিথুন রাশি: মিথুন রাশির জাতক-জাতিকাদের এই মাসে আয়ক্ষেত্র ভালো রয়েছে। এই ব্যক্তিদের আয়ের ক্ষেত্রে চলতি মাসে সুফল প্রাপ্তি হবে।
কর্কট রাশি: চলতি অগস্টে কর্কটের আয়ক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টির সম্পর্ক রয়েছে। কিন্তু ক্ষেত্র অধিপতির কারণে আয়ের ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তি হওয়ার সম্ভবনা রয়েছে।
সিংহ রাশি: সিংহ রাশির আয়ক্ষেত্রে দুই গুরুর অবস্থান রয়েছে বর্তমানে। যার ফলে এই রাশির ব্যক্তিরা বর্তমানে আয়ের দিক থেকে দারুণ ফল লাভ করবেন। টাকাপয়সা সংক্রান্ত কোনওরকম চিন্তা এ মাসে মাথায় আসবে না।
ধনু রাশি: আয়ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক রয়েছে এ মাসে। তারপরও ধনু রাশির জাতক-জাতিকাদের সুফল দান করবে।
বিঃ দ্রঃ – এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা জ্যোতিষশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।
