শীঘ্রই হন সাবধান, অগস্টে পকেটে টাকা টিকবে না এই ৫ রাশির জাতক-জাতিকাদের
প্রতিটি ব্যক্তির হাতে সবসময় যথেষ্ট পরিমাণে অর্থ থাকে না। যার ফলে অনেকের দিনগুজরান করতেও সমস্যা হয়। চলুন জেনে নেওয়া যাক অগস্টে কোন ৫ রাশির জাতক-জাতিকাদের পকেটে টিকবে না টাকা।

গ্রহ, নক্ষত্রের স্থান যেমন সময়ে সময়ে বদলে যায়, তেমনই মানুষের ভাগ্যও মাঝে মাঝে বদলে যায়। আরও ভাল করে বললে কখনও কোনও মানুষের সময় এক্কেবারে একইরকম কাটে না। কেউ কখনও সুখে থাকেন, তো কেউ আবার দুঃখে। প্রতিটি ব্যক্তির হাতে সবসময় যথেষ্ট পরিমাণে অর্থ থাকে না। যার ফলে অনেকের দিনগুজরান করতেও সমস্যা হয়। চলুন জেনে নেওয়া যাক অগস্টে কোন ৫ রাশির জাতক-জাতিকাদের পকেটে টিকবে না টাকা।
জেনে নিন কোন কোন রাশি এই তালিকায় রয়েছে —
বৃষ: বৃষের আয়ক্ষেত্রে শনির অবস্থান রয়েছে। সেইসঙ্গে মঙ্গলের দৃষ্টির সম্পর্ক থাকার ফলে আয়ের ক্ষেত্রে বাধা আসতে পারে। যার ফলে মাসের শুরু থেকেই বুঝেশুনে খরচ করা প্রয়োজন।
কন্যা রাশি: অগস্ট মাসে কন্যা রাশির আয়ক্ষেত্রে রবির অবস্থান রয়েছে। যার ফলে মাসের প্রথমের দিকে আয়ের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তিতে বাধা আসতে পারে। পরের দিকে রবির রাশি পরিবর্তন হবে। তারপরে তুলনামূলক শুভ ফল পেতে পারেন।
তুলা রাশি: এ মাসে তুলা রাশির ব্যক্তিদের কেতুর অবস্থানের জন্য আয়ক্ষেত্রে পূর্ণ সুফল প্রাপ্তিতে বাধা দান করবে। ভুলভাল জিনিসের জন্য টাকাপয়সা খরচ না করাই শ্রেয়।
বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের এ মাসে আয়ক্ষেত্রে মঙ্গলের অবস্থান লক্ষ্যনীয়। এবং শনির দৃষ্টির যোগ রয়েছে। তাই এই রাশির ব্যক্তিদের আয়ের ক্ষেত্রে পূর্ণ সুফল ধরা দেবে না।
মীন রাশি: মীনের আয়ক্ষেত্রের সঙ্গে রবির দৃষ্টির যোগ রয়েছে। তাই মাসের প্রথমদিকে পূর্ণ সুফল ধরা দেবে না। দ্বিতীয়ভাগে হাতে টাকা আসবে।
বিঃ দ্রঃ – এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা জ্যোতিষশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।
