Forehead Lines: কপালের এই রেখা দেখলেই বুঝবেন আপনি কতটা ভাগ্যবান! আয়নাতে দেখে জেনে নিন নিজের ভাগ্য

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Jun 29, 2023 | 9:20 AM

Astrology: সমুদ্র শাস্ত্র অনুসারে যে কোনও ব্যক্তির কপালের রেখা দেখেই বোঝা যায় তিনি কতটা ভাগ্যবান। কপালের রেখাগুলি ভাগ্যের সঙ্গে কীভাবে সম্পর্কিত, তা জেনে নিন এখানে...

Forehead Lines: কপালের এই রেখা দেখলেই বুঝবেন আপনি কতটা ভাগ্যবান! আয়নাতে দেখে জেনে নিন নিজের ভাগ্য

Follow Us

জ্যোতিষশাস্ত্র অনুসারে, শুধু হাতের তালুতেই নয়, ভাগ্য রেখা রয়েছে কপালের ভাঁজেও। কোষ্ঠী ছাড়াও জ্যোতিষবিদ্যায় হস্তরেখা, মস্তকরেখাও মানুষের জীবনকে নির্দিষ্ট পথে প্রবাহিত করে। অনেকেই বিশ্বাস করেন না, তবে যে কোনও ব্য়ক্তি চরিত্র বোঝা যায় ওঠাবসা বা হাঁটাচলাতে। কপালের ভাঁজেও যে ব্যক্তির স্বভাব-ভাগ্য , ভবিষ্যত ও চরিত্র লুকিয়ে রয়েছে, তা নিয়ে বিশেষ তথ্য জেনে নিন এখানে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মস্তকে রয়েছে সাতটি বিশেষ রেখা। সেই সাতটি রেখা হল বুধ রেখা, শুক্র রেখা, শনি রেখা, বৃহস্পতি রেখা, মঙ্গল রেখা, সূর্য রেখা ও চন্দ্র রেখা। মস্তক রেখা জ্যোতিষশাস্ত্রেই নয়, ভারতীয় সংস্কৃতিতেও রয়েছে অনেক গুরুত্ব। সময়ের আগে ভূত-ভবিষ্যত সম্পর্কে নানা তথ্য জানা যায় এই রেখার মাধ্যমে। এর মধ্যে রয়েছে মস্তক রেখা বা কপালের রেখা, যায় সামনের দিনগুলি কেমন কাটবে, তা জানা যাবে।

সমুদ্রবিজ্ঞান অনুসারে, কপালের রেখাগুলি গ্রহগুলির সাথে সম্পর্কিত। কপালের কোন রেখাটি কী নির্দেশ করে, তা নিজেই আয়নার সামনে দাঁড়িয়ে ভালো করে দেখলেই বুঝতে পারবেন। হাতের রেখার মতো আমাদের কপালের রেখাও ভবিষ্যৎ সম্পর্কে নানা তথ্য দেয়। কপালে রেখাগুলি ভাগ্যের সঙ্গে সম্পর্কিত। সমুদ্র শাস্ত্র অনুসারে যে কোনও ব্যক্তির কপালের রেখা দেখেই বোঝা যায় তিনি কতটা ভাগ্যবান। কপালের রেখাগুলি ভাগ্যের সঙ্গে কীভাবে সম্পর্কিত, তা জেনে নিন এখানে…

কোন লাইন ভাগ্যবান

কপালে একসঙ্গে তিনটি সরল রেখা থাকলে সেই ব্যক্তি খুব সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী। পুরুষদের কপালে এই রেখা খুব কমই দেখা যায়। যে ব্যক্তি বা মহিলার কপালে এই রেখা থাকে তাঁর জীবনে অনেক উত্থান-পতন আসে। কিন্তু ২৬ বছর থেকে ৪০ বছর বয়সের সংগ্রামের পরে, এই ধরনের ব্যক্তি বা মহিলারা খুব সফল হয়।

সম্পদের লাইন কোনটি?

একজন ব্যক্তির কপালে প্রথম যে রেখাটি ফুটে ওঠে তা হল সম্পদের রেখা। এই রেখাটি ভ্রুর কাছে তৈরি হয়। বিশ্বাস করা হয় যে যার এই রেখা খুব স্পষ্ট দেখা যায়, সে তত বেশি ধনবান হয়। যদি রেখা পরিষ্কার না হয় বা কেটে যায়, তবে তার জীবনে আর্থিক সংকট দেখা যায়।

এমন মানুষের জীবন কাটে শান্তিতে

কপালের নীচ থেকে তৃতীয় লাইন আসলে ভাগ্য রেখা। মানুষের কপালে এই রেখা খুব কমই দেখা যায়। যে ব্যক্তির কপালে এই রেখাটি থাকে, সেই ব্যক্তি জীবনের প্রতিটি সুখ পেয়ে থাকেন। বিলাসতা ও শান্তিতে জীবন উপভোগ কাটাতে পারেন তিনি।

Next Article