AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vastu Tips for Main Gate: সদর দরজার সামনে এই জিনিসগুলি রাখলে গৃহদেবতা রুষ্ট হন! বাস্তুমতে, মারাত্মক সমস্যা কাটাতে কী করবেন?

Vastusashtra: বাড়ির সামনের চত্বরে অনেকেই আসবাবপত্র, স্তম্ভগুলি সাজিয়ে রাখতে পছন্দ করেন। কখনও সোফা, কখনও ফুলদানি, কখনও জুতো রাখার আলমারি সাজিয়ে সুন্দর করে তোলেন। কিন্তু বাস্তুমতে, বাড়ির সামনে ও সদর দরজায় কী কী রাখা উচিত, কী কী উচিত নয়, তাও জানা গুরুত্বপূর্ণ।

Vastu Tips for Main Gate: সদর দরজার সামনে এই জিনিসগুলি রাখলে গৃহদেবতা রুষ্ট হন! বাস্তুমতে, মারাত্মক সমস্যা কাটাতে কী করবেন?
| Edited By: | Updated on: Dec 06, 2023 | 6:32 PM
Share

বাড়ি আসলে একজন মানুষের কাছে মন্দির। সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করার জন্য একটি বাড়িই যথেষ্ট। বাড়ির অন্দরমহল তাই নিজের স্বপ্ন দিয়ে সাজাতে ভালোবাসেন অনেকেই। বাড়ির ভিতর নয়, বাইরেও সুন্দর করে রাখাও জরুরি। বাড়ির সামনের চত্বরে অনেকেই আসবাবপত্র, স্তম্ভগুলি সাজিয়ে রাখতে পছন্দ করেন। কখনও সোফা, কখনও ফুলদানি, কখনও জুতো রাখার আলমারি সাজিয়ে সুন্দর করে তোলেন। কিন্তু বাস্তুমতে, বাড়ির সামনে ও সদর দরজায় কী কী রাখা উচিত, কী কী উচিত নয়, তাও জানা গুরুত্বপূর্ণ। বাস্তুশাস্ত্র অনুসারে, ঘর বা ফ্ল্যাটের সামনে ও ভিতরে যা রাখবেন, তা পরিবারের সদস্যদের উপর প্রভাব পড়ে।

বাস্তুশাস্ত্রে ঘরের জানালা ও দরজা, বাতাস চলাচল, ঘরের নকশা, সেখানে রাখা জিনিসপত্র, বিশেষ করে রান্নাঘর, টয়লেট, ঠাকুরঘর, দম্পতির শয়নকক্ষ, অন্যান্য জিনিস রাখার দিক, সাজসজ্জার জিনিসপত্র রাখার ব্যবস্থা ইত্যাদি গুরুত্বপূর্ণ। তাই ঘরের বাইরের অংশের গুরুত্ব এর থেকে কম নয়। বাড়ির সামনের ঘর, আসবাবপত্র ও পিলারের প্রভাব বাড়ির সদস্যদের ওপরও পড়ে থাকে।

বাস্তু অনুসারে বাড়ির সামনে বা সদর দরজার সামনে কী কী করা উচিত নয়

1. আপনি যেখানেই থাকুন না কেন, গাড়ি, কার্ট ইত্যাদি রাখার জন্য বাড়ির সামনে গ্যারেজ বা ঘর থাকা উচিত নয়। এতে বাড়ির সদস্যদের সুখ-দুঃখ বেড়ে তো যায়ই, অর্থের অপচয়ও হয়ে থাকে। অর্থের অভাব, দুশ্চিন্তা এবং মানসিক চাপ ইত্যাদির সম্মুখীন হতে পারেন আপনি।

2. মনে রাখবেন, বাড়ির সামনে কোনও বড় পাথর বা পাথরের স্তম্ভ ইত্যাদি না থাকে। তাতে বাস্তুদোষ ঘটে। তবে এরও প্রতিকার রয়েছে। নাহলে বাড়ির প্রধানের সঙ্গে পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া বা ঝামেলা করার প্রবণতা বাড়তে পারে।

3. বাড়ির সামনে দোকান বা জ্বালানী শেড যেমন কেরোসিন, পেট্রোল পাম্প ইত্যাদি থাকা উচিত নয়। তাতে বাড়ির মালিকে জীবনে আসতে পারে নানা সমস্যা। প্রতিটি পদেই আসতে থাকবে নানা ঝামেলা ও সমস্যা।