Vaastu Tips: বাড়ির ব্রহ্মস্থান চেনেন? সেখানে এই জিনিসগুলি থাকলেই কিন্তু বড় বিপদ

Oct 26, 2024 | 6:32 PM

Vaastu Tips: এমনকি এই জায়গায় ভুল জিনিস থাকলে, তার কুপ্রভাব পড়ে আমাদের জীবনে। কোন জিনিস একেবারেই বাড়ির ব্রহ্মস্থানে রাখা চলবে না? জেনে নিন এই প্রতিবেদনে।

Vaastu Tips: বাড়ির ব্রহ্মস্থান চেনেন? সেখানে এই জিনিসগুলি থাকলেই কিন্তু বড় বিপদ
Image Credit source: chuvipro/Digital vision vector/Getty Images

Follow Us

বাস্তু মতে বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হল, ব্রহ্মস্থান। এই জায়গাটিকেই বাড়ির নাভিস্থান বলে। তাই বাড়ি তৈরি সময় সচেতন থাকতে হবে। যে কোনও বাড়ির মধ্যস্থল বা কেন্দ্রবিন্দুকে সেই স্থানের ব্রহ্মস্থান বলা হয়। ব্রহ্মস্থান ক্ষতিগ্রস্থ হলে জীবনে নানা বাধা সৃষ্টি হতে পারে। এমনকি এই জায়গায় ভুল জিনিস থাকলে, তার কুপ্রভাব পড়ে আমাদের জীবনে। কোন জিনিস একেবারেই বাড়ির ব্রহ্মস্থানে রাখা চলবে না? জেনে নিন এই প্রতিবেদনে।

১। বাস্তু মতে বাড়ির ব্রহ্মস্থান সবসময় ফাঁকা রাখাই ভাল। এই স্থানে কিছু রাখতে নেই।

২। এই স্থানে কোনও গর্ত, থাম, চেম্বার, পাতকুয়ো বা আবর্জনা রাখা যাবে না। ব্রহ্মস্থান সব সময় পরিষ্কার রাখা উচিত।

এই খবরটিও পড়ুন

৩। খেয়াল রাখবেন এই জায়গায় যেন জুতো, নোংরা জিনিস বা উচ্ছিষ্ট খাবার পড়ে না থাকে।

৪। বাড়িতে যে কোনও পুজো অর্চনা করার জন্য বা শুভ কাজ করার জন্য এই ব্রহ্মস্থান উপযুক্ত বলে মনে করা হয়।

৫। ব্রহ্মস্থানে চাইলে একটি ছোট গাছ রাখতে পারেন। তবে খেয়াল রাখবেন তার ভার যেন বেশি না হয়।

৬। কলকারখানা বা বাড়ির ব্রহ্মস্থানে কোনও ভারী জিনিস রাখাও চলবে না।

৭। ফ্ল্যাটে থাকলে, সেই জায়গা এমনিই ছোট। সে ক্ষেত্রে এখানে লিভিং রুম করতে পারেন। তাহলে ব্রহ্মস্থান খালি থাকবে।

৮। মনে রাখবেন, লিভিং রুম করলেও, সেই ব্রহ্মস্থানে যেন চেয়ার, টেবিল বা শোফা না থাকে।

Next Article