AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Palmistry: হাতের তালুতে এই রেখা থাকলে রাতারাতি বদলে যেতে পারে জীবনটা! বলে দেবে ভবিষ্যতের ভাগ্যও

Fate Line: হস্তরেখায় বিশ্বাস করা হয়, এই রেখাগুলি ব্যক্তির জীবন, ভূত-ভবিষ্যত ও ভাগ্য সম্পর্কে অনেক কথা বলতে পারে। এই রেখাগুলি বিভিন্ন সময়ে পরিবর্তনও হতে থাকে।

Palmistry: হাতের তালুতে এই রেখা থাকলে রাতারাতি বদলে যেতে পারে জীবনটা! বলে দেবে ভবিষ্যতের ভাগ্যও
ছবিটি প্রতীকী
| Edited By: | Updated on: Mar 04, 2023 | 8:22 AM
Share

আমাদের হাতের তালুর বিভিন্ন রেখাগুলিই ভাগ্যের পথ দেখায় বলে জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে। এই রেখাগুলিই ব্যক্তির ভাগ্য় বর্ণনা ও ভবিষ্যদ্বাণী করতে পারে বলে বিশ্বাস করা হয়। হস্তরেখাবিদ্যা এমন একটি বিজ্ঞান যেখানে যে কোনও ব্যক্তির হাতের তালুর রেখার পিছনে অর্থ বলার ক্ষমতা রাখে। হস্তরেখায় বিশ্বাস করা হয়, এই রেখাগুলি ব্যক্তির জীবন, ভূত-ভবিষ্যত ও ভাগ্য সম্পর্কে অনেক কথা বলতে পারে। এই রেখাগুলি বিভিন্ন সময়ে পরিবর্তনও হতে থাকে। তবে রেখাগুলি জীবনের সঙ্গে এতটাই গুরুত্বপূর্ণভাবে জড়িয়ে রয়েছে, যেগুলি জীবন ও ভাগ্য দুটোই বদলে যেতে পারে।

হাতের তালুতে রয়েছে বহু রেখা, যার মধ্যে ভাগ্যরেখা অন্যতম। ভাগ্যরেখা যদি কারোর হাতে সঠিক অবস্থান করে, তাতে ব্যক্তির ভাগ্যের পরিবর্তন সম্ভব। পাশাপাশি সাফল্যের শিখরে পৌঁছাতে পারেন আপনি। ভাগ্যরেখার অবস্থান অনুযায়ী ব্যক্তির ভাগ্যও উজ্জ্বল হয়। বিশ্বাস করা হয়, ভাগ্যরেখার শক্তি এমন যে খারাপ সময় বা পরিস্থিতিকেও শুভ ও ভাল কিছুতে পরিণত করার ক্ষমতা রাখে।

ভাগ্যরেখা

এই রেখাটি কবজির মণিবন্ধা রেখা থেকে শুরু হয়ে মাঝখান দিয়ে মধ্যমা আঙুল পর্যন্ত যায়। যদি এই রেখাটি সরাসরি মধ্যমা আঙুলের মধ্যে ছাড়িয়ে যায় তাহলে শনি আপনার শিখরে রয়েছে। তাতে ভাগ্য যে অত্যন্ত ভালো যাবে তাতে সন্দেহ নেই। যে ব্যক্তির ভাগ্যরেখা এমনটা হয়, তাতে সেই ব্যক্তির ভাগ্য খুব ভালো বলে মনে করা হয়।

বিয়ে, চাকরি ও ব্যবসা

মণিবন্ধা থেকে শুরু হওয়া ও শনি শিখরে পৌঁছানোর অর্থ হল সৌভাগ্য ও দ্রুত সাফল্যের সম্ভাবনা। যদি কোন ব্যক্তির অতীত খারাপ থাকে, তবে সেই রেখা রাতারাতি ভাগ্য বদলে দিতে পারে। যাকে ভালবাসে তাকেই বিয়ে করতে সক্ষম হোন। শুধু তাই নয়, ব্যবসায় চূড়ান্ত সাফল্য ও অর্থ উপার্জন করতে শুরু করেন। প্রচুর ধন-সম্পত্তি আয়ত্তে আসে ও সাফল্য অর্জন করেন।

ভাগ্যরেখা যদি বৃহস্পতির রেখার পর্বত ছুঁয়ে মাঝখান থেকে বিভক্ত হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি অত্যন্ত বিনয়ী ও দানশীল প্রকৃতির হোন। ইচ্ছা ও সম্পদের অভাব না থাকলেও সর্বদা অপরকে সাহায্য ও সমর্থনের জন্য প্রথমেই এগিয়ে আসেন তাঁরা। রেখার উপরের অংশ যদি উঁচু হয়ে থাকে তাহলে সেই ব্যক্তি অত্যন্ত সুখী জীবনযাপন করতে পারেন।