Maha Kumbh 2025: কুম্ভ থেকে গঙ্গার পবিত্র জল নিয়ে আসছেন? বাড়িতে রাখার সঠিক নিয়ম জানেন তো?

Jan 27, 2025 | 9:04 PM

Maha Kumbh 2025: স্নান করে পুণ্য অর্জনের সঙ্গেই, এখান থেকে অনেকেই গঙ্গার পবিত্র জল বাড়িতেও নিয়ে আসেন। তবে এই জল বাড়িতে রাখলেই হল না।

Maha Kumbh 2025: কুম্ভ থেকে গঙ্গার পবিত্র জল নিয়ে আসছেন? বাড়িতে রাখার সঠিক নিয়ম জানেন তো?
Image Credit source: Meta AI

Follow Us

প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা। অবশ্য একে মহাযজ্ঞ বললেও ভুল বলা হবে না। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এসে ভিড় করছেন ত্রিবেণী সঙ্গমে। একবার গঙ্গা স্নান করলেই ধুয়ে যাবে সব পাপ, এটাই আশা। গৃহমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, গঙ্গা স্নান করেছেন সকলেই। মহাকুম্ভে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও।

গঙ্গা স্নান করে পুণ্য অর্জনের সঙ্গেই, এখান থেকে অনেকেই গঙ্গার পবিত্র জল বাড়িতেও নিয়ে আসেন। তবে এই জল বাড়িতে রাখলেই হল না। তার জন্য রয়েছে নির্দিষ্ট নিয়ম। বিশ্বাস সঠিকভাবে ব্যবহার করলে ইতিবাচক শক্তি, শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনে জীবনে। বাড়িতে জল এনে যেখানে সেখানে কিন্তু রাখা যায় না। তার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। জানেন কী ভাবে পবিত্র জল রাখতে হয় বাড়িতে?

১। বাড়ির ঠাকুরঘরে একটি পরিষ্কার, পবিত্র স্থানে গঙ্গার জল সংরক্ষণ করুন। তামা, রুপো বা পিতলের পাত্রে সেই জল রাখুন। বাড়িতে ইতিমধ্যেই গঙ্গার জল থাকলে, তার পবিত্রতা বাড়াতে মহাকুম্ভ থেকে আনা জল মেশাতে পারেন।

২। জলের বিশুদ্ধতা বজায় রাখতে পাত্রটি সবসময় ঢেকে রাখুন। ধুলো বা নোংরা যেন না পড়ে সেটা খেয়াল রাখতে হবে।

৩। আপনার বাড়ির উত্তর বা পূর্ব দিকে জলের পাত্রটি রাখুন। এই দিকগুলিকে শুভ বলে মনে করা হয়, যা ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে।

৪। বাথরুম, রান্নাঘর বা কোনো অপবিত্র স্থানের কাছে পবিত্র জল কখনই রাখবেন না।