Tulsi Vivah 2023: বাড়িতে রোজ অশান্তিতে অতিষ্ঠ? তুলসী বিবাহের দিন এই কাজ করলেই হবে মুশকিল আসান
Tulsi Plant: হিন্দু ধর্মে, তুলসীর বীজ সবজা বীজ নামে পরিচিত। হিন্দু ধর্মে তুলসী বিবাহের দিনটিকেও অন্যতম শুভ দিন হিসাবে বিবেচনা করা হয়। হিন্দু ধর্মে তুলসী বিবাহের দিন থেকেই শুভকাজ শুরু বলে মনে করা হয়।
সনাতন ধর্মে তুলসী গাছকে সব পুজোর যোগ্য বলে মনে করা হয়। আয়ুর্বেদ মতে, তুলসী গাছ ঔষধি গুণে ভরপুর। শুধু তাই নয়, ধর্মীয় মতেও তুলসীর গুরুত্বও রয়েছে অনেক। হিন্দু ধর্মে, তুলসীর বীজ সবজা বীজ নামে পরিচিত। হিন্দু ধর্মে তুলসী বিবাহের দিনটিকেও অন্যতম শুভ দিন হিসাবে বিবেচনা করা হয়। হিন্দু ধর্মে তুলসী বিবাহের দিন থেকেই শুভকাজ শুরু বলে মনে করা হয়। এ বছর অর্থাৎ চলতি বছরে তুলসী বিবাহের শুভ উপলক্ষ্যে একটি বিস্ময়কর কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। হিন্দু বিশ্বাস অনুসারে, দেবুথানী একাদশীতে ভগবান বিষ্ণু এই সময় যোগনিদ্রা থেকে জাগ্রত হন। আর দ্বাদশী তিথিতে ভগবান বিষ্ণু ও তুলসীর বিবাহ হয়। এই বছর দেবুথানী একাদশী পালিত হবে ২৩ নভেম্বর। এর একদিন পর অর্থাৎ ২৪ নভেম্বর তুলসীজির বিবাহ পালিত হবে। তুলসী বিবাহের পরই বিবাহ ইত্যাদির শুভ সময় ও অনুষ্ঠান শুরু হয়। তুলসী বিবাহের দিন ভক্তেরা নিজেদের বাড়িতে তুলসী ও শালিগ্রামের বিবাহের আয়োজন করেন।সব ব্যক্তিদের সৌভাগ্য বৃদ্ধি পায়।
তুলসী বিবাহ কীভাবে পালন করবেন?
তুলসী বিবাহের দিন বাড়িতে যজ্ঞ ও সত্যনারায়ণের ব্রতপাঠ করলে বিশেষ উপকার হয়। তুলসী বিবাহ বাড়িতে বা মন্দিরে উদযাপন করা যেতে পারে। এই দিনে সন্ধ্যে পর্যন্ত বা তুলসীজির বিবাহ না হওয়া পর্যন্ত উপবাস পালন করা হয়ে থাকে। প্রথমে তুলসী গাছ ও ভগবান বিষ্ণুর মূর্তিকে স্নান করিয়ে শুদ্ধ করা হয়। এরপর লাল শাড়ি বা ওড়না, গহনা, টিপ প্রভৃতি দিয়ে তুলসী গাছকে কনের মতো সাজানো হয়। বিষ্ণুজীর মূর্তি ধুতি পরে বেশ ধারণ করে থাকেন। দুটি সুতোয় বিষ্ণু ও তুলসীকে বন্ধনে আবদ্ধ করা হয়। বিয়েতে তুলসী ও ভগবান বিষ্ণুর গায়ে সিঁদুর ও চাল বর্ষণ করা হয়। এরপর সকল ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
তুলসী বিবাহের শুভ সময়
২৪ নভেম্বর, শুক্রবার সকাল ১১টা ৪৩ মিনিট থেকে দুপুর ১২টা ২৬ মিনিট পর্যন্ত তুলসী বিবাহের জন্য অভিজিৎ মুহুর্তা তৈরি হবে। অন্যদিকে, তুলসী বিবাহের বিজয় মুহুর্তা শুরু হবে ২৪ নভেম্বর, শুক্রবার দুপুর ১টা ৫৪ মিনিট থেকে ২টো ৩৮ মিনিট পর্যন্ত হবে। এই শুভ সময়ে ভগবান শালিগ্রাম ও দেবী তুলসীর বিবাহের আয়োজন করলে ব্যক্তি বিশেষ উপকার পেতে পারেন।
শুভ যোগ
কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে পালিত হয় তুলসী বিবাহ । হিন্দু ক্যালেন্ডার অনুসারে, কার্তিক শুক্লা দ্বাদশী তিথি ২৩ নভেম্বর, ভোর ৫টা ৯ মিনিট থেকে শুরু হবে। ২৪নভেম্বর শুক্রবার সন্ধ্যে ৭টা ৪৫ মিনিটে শেষ হবে। হিন্দু ধর্ম অনুযায়ী, তুলসী গাছকে সম্পদের দেবী লক্ষ্মীর অবতার বলে মনে করা হয়। যেখানে শুক্রবার দেবী লক্ষ্মীকে উৎসর্গ করা হয়। চলতি বছর তুলসীর নবিয়ে ব্রত উত্সব পালিত হবে ২৪ নভেম্বর, শুক্রবার। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই সময় গঠিত হতে চলেছে এক অদ্ভূত ও শুভ যোগ। বাড়িতে যদি শালিগ্রাম ও তুলসী বিবাহ পালন করে থাকেন, তাহলে গৃহে প্রচুর ধন-সম্পত্তি, সুখ-সমৃদ্ধি লাভ করে থাকেন।