IPL 2025: রিঙ্কু-রাসেলদের ম্যাচ দিয়েই IPL শুরু, ইডেন পেল জোড়া পুরস্কার
IPL 2025 Mega Auction: ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় বসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বড় নিলাম। তার আগে ইডেন গার্ডেন্স পেল জোড়া পুরস্কার।
কলকাতা: আইপিএলের মেগা নিলামের (IPL Mega Auction) আবহে কলকাতার ক্রিকেট প্রেমীদের কাছে দারুণ সুখবর। ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় বসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বড় নিলাম। তার আগে ইডেন গার্ডেন্স পেল জোড়া পুরস্কার। আসলে পঁচিশের আইপিএলের উদ্বোধনী ম্যাচ পাচ্ছে ইডেন। শুধু তাই নয়, থাকছে আরও বড় ধামাকা। তা হল টুর্নামেন্টের ফাইনাল ভেনুও হতে চলেছে ক্রিকেটের নন্দনকানন। সরকারি সিলমোহর এখনও না পড়লেও, সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় টিভি নাইন বাংলাকে তেমনটাই নিশ্চিত করেছেন।
গত বছর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন কেকেআর। সেই সুবাদেই আগামী আইপিএলের ওপেনিং এবং ফাইনাল ম্যাচ পাচ্ছে ইডেন গার্ডেন্স। সেই দিক থেকে দেখতে হলে রিঙ্কু সিং, আন্দ্রে রাসেলরা যে ১৮তম আইপিএলের উদ্বোধনী ম্যাচ খেলবেন, তা একপ্রকার নিশ্চিত। তিলোত্তমার ক্রিকেট প্রেমীদের কাছে তাই এটা ডাবল সেলিব্রেশনের মতোই। আর কেকেআর যদি গত মরসুমের মতো এ বারও ফাইনালে ওঠে, তা হলে তো নাইট অনুরাগীরা আরও উচ্ছ্বাসে মাতবেন। কারণ ঘরের মাঠে ট্রফি ডিফেন্ড করার লক্ষ্যে ঝাঁপাবে নাইটরা। তা হতে অবশ্য দেরি রয়েছে।
এই খবরটিও পড়ুন
এর মাঝে শোনা গিয়েছিল, ২০২৬ সালে যেহেতু ভারতের মাটিতে হবে টি-২০ বিশ্বকাপ, তাই ইডেন সংস্করণের কিছু কাজ হবে। গুঞ্জন উঠেছিল, যে কারণে ২০২৫ সালে ইডেন গার্ডেন্সে আইপিএলের কোনও ম্যাচ হবে না। কিন্তু এ বার সেই গুঞ্জনে ইতি পড়ল বলাই যায়। কারণ খোদ সিএবি সভাপতি যেখানে আশ্বাস দিয়েছেন যে, ইতিমধ্যেই পঁচিশের আইপিএলের উদ্বোধন ও ফাইনাল ম্যাচ ইডেনের নামে সিল হয়ে গিয়েছে। এ বার কেকেআরের অনুরাগীদের নজর থাকবে মেগা নিলামে, সেখানে নাইটরা কেমন দল গোছায়, সেটাই দেখার।