Virat Kohli: লুকিয়ে বিরাট কোহলির প্র্যাক্টিস দেখার চেষ্টা, মই নিয়ে গাছে অস্ট্রেলিয়া
IND vs AUS: ২২ নভেম্বর পারথে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট। সেই ম্যাচের জন্য এখন ভারতীয় ক্রিকেটাররা জোরকদমে প্রস্তুতি নিচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের অনুশীলনের একাধিক ভিডিয়ো।
কলকাতা: ফর্ম থাকুক আর না থাকুক, তিনি বরাবর কিং। কথা হচ্ছে বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায়। নিচ্ছেন বর্ডার গাভাসকর ট্রফির জন্য প্রস্তুতি। সতীর্থরা পারথে পৌঁছনোর আগেই বিরাট কোহলি সেখানে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি তুলেছিলেন, আগে অস্ট্রেলিয়ায় গিয়েও অনুশীলনে বিরাটের টিকিও দেখা যায়নি। পরবর্তীতে নেটদুনিয়ায় তাঁর ব্যাটিং অনুশীলনের ভিডিয়ো ছড়িয়ে পড়ে। অজি-ভূমে তাঁকে নিয়ে যে আলাদাই উত্তেজনা, উন্মাদনা রয়েছে। সেখানে থাকা তাঁর অনুরাগীদের আচরণই তা বলে দিচ্ছে। এ বার কোহলি ম্যানিয়ার আর এক উদাহরণ পাওয়া গিয়েছে। তাঁর নেট প্র্যাক্টিস দেখতে ফ্যানেরা নাকি সেখানে গাছেও চড়েছিলেন বলে শোনা যাচ্ছে।
First look at Virat Kohli at the Perth nets ahead of the Test series opener 🏏
এই খবরটিও পড়ুন
Some fans went the extra mile to catch a glimpse of the King 👀#AUSvIND pic.twitter.com/pXDEtDhPeY
— Fox Cricket (@FoxCricket) November 14, 2024
২২ নভেম্বর পারথে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট। সেই ম্যাচের জন্য এখন ভারতীয় ক্রিকেটাররা জোরকদমে প্রস্তুতি নিচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে যে, পারথে কোহলির ব্যাটিং অনুশীলন দেখার জন্য গাছের উপর উঠে বসেছেন তাঁর ভক্তরা। নেটে কোহলিকে দেখা যায় ভারতীয় জোরে বোলার জসপ্রীত বুমরার বিরুদ্ধে প্র্যাক্টিস করতে। ৩৬এর কোহলি এখনও ব্যাট হাতে মুগ্ধতা ছড়ান। যে কারণে তাঁকে এক ঝলক দেখার জন্য গাছের উপর উঠে বসতেও দু’বার ভাবেন না তাঁর ভক্তরা। ব্রিটিশ সংবাদপত্র দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ানের রিপোর্ট অনুযায়ী, কোহলির অনুরাগীরা তাঁর প্র্যাক্টিস দেখতে মই নিয়ে এসে গাছে উঠেছিলেন।
Fans in Australia who got wind of Virat Kohli practicing at WACA in Perth they climbed trees and even they brought their own ladders to just to see his Hero Virat Kohli. 🤯 (The West Australian).
– UNREAL GRAZE FOR KING KOHLI..!!!! 🐐 pic.twitter.com/vAKDkXhHFB
— Tanuj Singh (@ImTanujSingh) November 14, 2024
বর্তমানে বিরাটের ব্যাটে বড় রানের অপেক্ষা চলছে। অজি সফরে তা কাটে কিনা, সেদিকেই নজর সকলের। অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিরুদ্ধে কোহলি অতীতে ১৩টি ম্যাচে ৫৪.০৮ গড়ে ১৩৫২ রান করেছেন। যেখানে রয়েছে ৬টি সেঞ্চুরি ও ৪টি হাফসেঞ্চুরি। তিনি ২০১১-১২ ও ২০১৪-১৫ সালে ভারতের অজি সফরে দেশের সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটার হয়েছিলেন।