AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vastu Tips: সুন্দর করে ঘর সাজাতে গাছ লাগাবেন? সমস্যা এড়াতে জেনে নিন সঠিক বাস্তু নিয়ম

Vastu Tips for Plants: ঘরের অন্দরসজ্জার ভোলপাল্টে দিতে যদি গাছ লাগাবার প্ল্যান করেন, তাহলে আগে জানা উচিত বাস্তুশাস্ত্র। বাড়ির বাস্তুদোষ দূর করার পাশাপাশি ঘরে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি করতে সক্ষম হবেন আপনি। তাই কোন গাছ কোন দিকে রোপণ করা উচিত তা জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাড়ির বারান্দায় বা ছাদে, কিংবা বসার ঘরে, সোফার পাশে, কিংবা রান্নাঘরে একচিলতে সবজির বাগান তৈরি করে, সুন্দর সুন্দর সব বাহারি গাছ লাগিয়ে আরও আকর্ষণীয় করে তুলতে পছন্দ করেন।

Vastu Tips: সুন্দর করে ঘর সাজাতে গাছ লাগাবেন? সমস্যা এড়াতে জেনে নিন সঠিক বাস্তু নিয়ম
| Edited By: | Updated on: Mar 12, 2024 | 8:10 AM
Share

নতুন ফ্ল্যাট বা বাড়ি কেনার পরই মাথায় আসে, কীভাবে সুন্দর করে সাজিয়ে তুলবেন স্বপ্নের রাজপ্রাসাদকে। বর্তমানে ইন্টিরিওর ডিজাইনার দিয়ে ফ্ল্যাট-বাড়ি সাজানোর হিড়িক উঠলেও, অন্দরসজ্জায় গাছের বাহার নিয়ে কৌতূহল কম নয়। বাড়ির বারান্দায় বা ছাদে, কিংবা বসার ঘরে, সোফার পাশে, কিংবা রান্নাঘরে একচিলতে সবজির বাগান তৈরি করে, সুন্দর সুন্দর সব বাহারি গাছ লাগিয়ে আরও আকর্ষণীয় করে তুলতে পছন্দ করেন। প্রাকৃতিক পরিবেশে, একটুকরো সবুজের মধ্যে শ্বাস নেওয়ার আনন্দ উপভোগ করতে পঠন্দ করেন তাঁরা। এছাড়া অনেকে আছেন, যাঁরা গাছ পরিচর্চা করতে ভালোবাসেন। তবে ঘরের অন্দরসজ্জার ভোলপাল্টে দিতে যদি গাছ লাগাবার প্ল্যান করেন, তাহলে আগে জানা উচিত বাস্তুশাস্ত্র। বাড়ির বাস্তুদোষ দূর করার পাশাপাশি ঘরে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি করতে সক্ষম হবেন আপনি। তাই কোন গাছ কোন দিকে রোপণ করা উচিত তা জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

– মানি প্ল্যান্ট এমন একটি গাছ যা সহজেই রোপণ করা যায়। আবার এই লতানে গাছের পাতাগুলিও বেশ আকর্ষণীয়। বাড়িতে পুঁতলে এই জনপ্রিয় গাছটি দক্ষিণ-পূর্ব দিকে স্থাপন করা উচিত। শুধু সৌন্দর্যই বৃদ্ধি পায় তাই নয়, বরং ঘরে সুখ ও সমৃদ্ধিও বৃদ্ধি পায়।

– বাড়ির উত্তর-পূর্ব বা কেন্দ্র যাকে ব্রহ্মস্থানও বলা হয়, এ স্থানে তুলসী গাছ লাগাতে হবে। তাতে সুখ, শান্তি এবং আধ্যাত্মিকতা বৃদ্ধিতেও কাজ করে।

– বাড়ির পশ্চিম দিকে অশোক গাছ লাগানো যেতে পারে, অশোক গাছ বড় গাছের আকার ধারণ করলেও সুন্দর করে কাটলে তা খুব বেশি বড় হয় না। বাড়ির আকর্ষণও বাড়িয়ে তোলে তাতে। কাটার সময় একটি বিষয় মাথায় রাখতে হবে যে, মঙ্গলবার কখনওই এই গাছ কাটবেন না।

– নিম গাছ হল গ্রাম বংলার এক বিখ্যাত ও জনপ্রিয় একটি গাছ। এই গাছের পাতা, ছাল, ডাল, মূল সবই আয়ুর্বেদশাস্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। এই গাছ বহু ঔষধি গুণের পাশাপাশি ঘরে মঙ্গল ডেকে আনতেও সাহায্য করে। বাড়ির দক্ষিণ দিকে লাগানো সবসময় শুভ বলে মনে করা হয়।