AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vastu Tips: বাড়িতে পায়রার বাসা বাধা শুভ না অশুভ? বাস্তুশাস্ত্র মনে কোনটি সঠিক?

Pigeon's Nest: লোককথায়, ঘরে পায়রার বাসা বাধলে বা আগমনকে শুভ বলে মনে করা হয়। কিন্তু ঘরের বাইরে বা ভিতরে যদি পায়রার বাসা বাধে, তা অশুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে, ঘরে পায়রার বাসা তৈরি করা একটি অশুভ লক্ষণ।

Vastu Tips: বাড়িতে পায়রার বাসা বাধা শুভ না অশুভ? বাস্তুশাস্ত্র মনে কোনটি সঠিক?
| Edited By: | Updated on: Dec 02, 2023 | 12:25 PM
Share

বাড়ির আনাচে-কানাচে বা পুরনো বাড়িতে পায়রার বাসা বেশি দেখা যায়। অনেকে আবার ছাদে পায়রাকে আশ্রয় দেন। পোষেনও পরমযত্নে। বাড়িতে পায়রার আগমনকে শুভ বলে মনে করা হয়। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে বাস্তুমতে বাড়িতে পায়রার বাসা বাধা বা আগমন মোটেও সুখকর নয়। অশুভ ইঙ্গিত বলেই মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে, ঘরের ঘুলঘুলিতে বা আনাচে-কানাচে পায়রার বাসা বাধলে চারিধার নোংরা তো হয়ই, বাড়ির পরিবেশেও নেতিবাচক শক্তি সঞ্চালিত হয়।

লোককথায়, ঘরে পায়রার বাসা বাধলে বা আগমনকে শুভ বলে মনে করা হয়। কিন্তু ঘরের বাইরে বা ভিতরে যদি পায়রার বাসা বাধে, তা অশুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে, ঘরে পায়রার বাসা তৈরি করা একটি অশুভ লক্ষণ। যেখানেই পাখির বাসা তৈরি হয়, সেখানেই প্যেরচুর নোংরা, কাঠি আর আবর্জনায় পূর্ণ হয়ে থাকে। শুধু তাই নয়, নেতিবাচক শক্তিও ছড়িয়ে পড়ে ঘরের ভিতর।  ঘরে পায়রার বাসা বাধা কেন অশুভ লক্ষণ, তা জেনে নিন এখানে…

ঘরের বারান্দা, ঘুলঘুলি বা ফোকরে পায়রার বাসা বাধলে তা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র মতে, ঘরে পায়রার বাসা তৈরি করা হল দুর্ভাগ্যের ইঙ্গিত দেয়। আর্থিক সংকটের সম্মুখীন হয়  বাড়ির সদস্যরা। উন্নতি ও সাফল্যেও বাধা আসতে শুরু করে। তাই পায়রার বাসা তৈরি হলেই, অবিলম্বে পাখির বাসাটি সরিয়ে দিন। তাতে আপনার পক্ষেই লাভবান হবে।

বাড়িতে যদি একটি পায়রার বাসা তৈরি করে থাকে, তাহলে বারবার পায়রার দল ঘরে আসতে থাকে। এটাই প্রকৃতির নিয়ম। তাতে ঘরে ময়লা ও আবর্জনা ছড়িয়ে পরে পরিবেশ নষ্ট হয়। এর কারণে গৃহের সুখ-সমৃদ্ধিতে বাধা তৈরি হয়। তাই যততাড়াতাড়ি সম্ভব সরিয়ে ফেলুন পায়রার বাসা।

পায়রার বাসা আবার অনেক জায়গায় শুভ বলে মনে করা হয়। মনে করা হয়, পায়রা হল দেবী লক্ষ্মীর ভক্তি। সম্পদের দেবী লক্ষ্মীর অপার আশীর্বাদ বহন করে বলে পায়রাকে অত্যন্ত পবিত্র একটি পাখি বলে মনে করা হয়। আবার অনেক জায়গায় এও বিশ্বাস করা হয় যে ঘরের মধ্যে পায়রা যাওয়া-আসা করলে, সেখানে দেবী লক্ষ্মী বাস করে থাকেন।

যদি পায়রা বাসা অশুভ মনে করেন, তবে তা অবিলম্বে বাড়ি থেকে সরিয়ে ফেলুন। কিন্তু আপনি যদি বাড়িতে পায়রার বাসাকে শুভ বলে মনে করেন, তাহলে তা সরিয়ে ফেলবেন না। কিন্তু বাস্তুশাস্ত্রের তথ্য অনুসারে, ঘর থেকে পায়রা বাসা সরিয়ে ফেলাই মঙ্গল।