AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Puja 2021: দেবাশী-জয়াললিতা-ব্রহ্মবাদিনী-ঈশা! দেবী দুর্গার ১০৮টি নামের অর্থ কী?

মহালয়ার একসপ্তাহ পর চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, বিজয়া পর্যন্ত বাঙালির কাছে অত্যন্ত প্রিয় একটি শারদউত্সব।

Durga Puja 2021: দেবাশী-জয়াললিতা-ব্রহ্মবাদিনী-ঈশা! দেবী দুর্গার ১০৮টি নামের অর্থ কী?
দেবী দূর্গার ১০৮টি নামের অর্থ কী?
| Edited By: | Updated on: Sep 22, 2021 | 12:25 PM
Share

আর মাত্র হাতে গোনা দিন। তারপরই মহালয়া। কন্যা-সন্তানদের নিয়ে মর্ত্যে আগমন ঘটবে দেবী দুর্গার। বাঙালির সবচেয়ে বড় উত্‍সব। মহালয়ার মাধ্যমেই দেবী দুর্গাকে আহ্বান জানানো ও নারীশক্তির প্রতি শ্রদ্ধা জানানো হয়ে থাকে। বাঙালির নস্টালজিক মহালয়ার স্তোবের মাধ্যমেই দেবী দুর্গার বেশ কয়েকটি নাম উচ্চারিত হয়। তিনি কখনও সংকটনাশিনী, কখনও মহামায়া আবার কখনও দুর্গতিনাশিনী রূপে অশুভ শক্তিকে নির্মূল করে।

মহালয়ার একসপ্তাহ পর চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, বিজয়া পর্যন্ত বাঙালির কাছে অত্যন্ত প্রিয় একটি শারদউত্সব। সংক্রমণের আতঙ্কের মধ্যেই দিন গোনা শুরু হয়ে গিয়েছে মহালয়া ও দুর্গাপুজোর তারিখ নিয়ে। ঢাকের কাঠি পড়া থেকে শিউলির স্নিগ্ধ ও মিষ্টি গন্ধে সারা বাংলার আকাশ জুড়ে দুর্গার আগমনের প্রস্তুতি নিতে শুরু করে।

দেবী দুর্গার ১০৮টি নাম। সেগুলির মধ্যে যেগুলি জনপ্রিয়, সেগুলির অর্থ এখানে দেওয়া রইল। দেখে নিন একনজরে…

১.আদ্যা : এই নামের বেশ কিছু অর্থ আছে। প্রথমত আদি, এছাড়া এর আরও এক মানে হল পৃথিবী। এছাড়াও এটি কদ্দিশের নাম।

২. আর্যা : এটি মা দুর্গার কল্যাণময়ী রূপকে তুলে ধরে।

৩.ঐশানি : দেবী দুর্গার এই নামকে শক্তির প্রতীক মনে করা হয়।

৪.অনিকা : দেবী দুর্গার এই নামে মায়ের অনুগ্রহ,প্রতিভা এবং সৌন্দর্য্য প্রকাশ পায়।

৫. বরুণি : এটি দেবী দুর্গার আরেক নাম

৬. ভার্গভী : এই নাম দেবী দুর্গার সর্বত সুন্দর এবং কমনীয় রূপকে তুলে ধরে।

৭.ভবানি : এই নামে দেবী দুর্গা ভব বা ভগবান শিবের ঘরণী।

৮.ভাব্য : এই নামের মধ্যে দিয়ে মায়ের সৌন্দর্য্য ও পবিত্রতাকে বর্ননা করা হয়।

৯.চণ্ডিকা : এটিও দেবীর আরেক নাম যা চন্দ্রর ক্ষুদ্র রূপে মাকে তুলে ধরে।

১০. চিতি : এই নামের অর্থ ঈশ্বরের উপহার।

১১.চিত্তরূপা : এই নামে দেবী সমগ্র সংসারের জন্য চিন্তাশীল।

১২.দক্ষণী : দক্ষ রাজের কন্যা হিসেবে দেবীর সতী রূপের নাম দক্ষিণী।

১৩. দেবাশী : এই নামে দেবীকে দেবতাদের প্রধান রূপে বর্ণনা করা হয়।

১৪.এশা : দেবীর পবিত্রতাকে এই নামে বর্ণনা করা হয়।

১৫.গৌরি : দেবী পার্বতীর ওপর নাম গৌরী

১৬. গায়েত্রী : এটিও দেবী পার্বতীর একটি নাম যা ভারতে সকল বেদের মাতাএবং পরিত্রাণের স্তোত্রপাঠ হিসেবে বহুল প্রচারিত।

১৭. হিমানি : হিমালয়ের কন্যা রূপে এটি দেবী পার্বতীর ওপর নাম।

১৮.ঈশা : এই নামের অর্থ,যিনি সুরক্ষা প্রদান করেন।

১৯. ইশি : এটি দেবী দুর্গার ওপর নাম

২০. জয়া : এর অর্থ হলো বিজয়। এটি দেবীর দুর্গা রূপের ওপর নাম।

২১. জয়াললিতা : যিনি বিজয় লাভের জন্যই জন্মেছেন, দেবী দুর্গা।

২২. কামাক্ষ্যা : দেবী এই নামে সকল ইচ্ছা ও কামনা পূরণ করেন।

২৩.কৈশরী : দেবী পার্বতীর কৈশোর কালের নাম।

২৪. কালাকা : দেবী দুর্গার এই নামের ওপর অর্থ চোখের তারারন্ধ্র(মনি)

২৫. কলাবতি : এই নামে দেবীর শিল্পসত্ত্বা প্রকাশিত।

২৬.কন্যাকা : এই নামে দেবী কুমারী

২৭. করলিকা : দেবীর এই নামের অর্থ যিনি ছিন্ন করতে পারেন।

২৮.কাত্যায়নী : এই নামে দেবী লাল রঙের বস্ত্র পরিহিতা।

২৯.কৌশিকী : দেবী দুর্গার ওপর একটি নাম। এর অর্থ,যিনি রেশমে আবৃতা।

৩০.কিরাতি : ভগবান শিব অর্থাৎ কীরাতেশ্বর এর ঘরণী রূপে দেবীর নাম কিরাতি।

৩১.ক্রিয়া : এই নামের মধ্যে দিয়ে দেবীর কর্মদক্ষতা ফুটে ওঠে।

৩২.কুজা :পৃথিবীর কন্যা হিসেবে দেবীর এই নাম যার সমর্থক হলো নাটক ও দিগন্ত।

৩৩.মহাগৌরী : দেবী দুর্গার সর্বোচ্চ গুণগুলির রূপক এই নাম।

৩৪. মহামায়া : হিন্দু ধর্মীয় মতে জগৎ সংসার এবং মনুষ্য জীবন সবই মায়া।মায়া থেকেই সবকিছুর সৃষ্টি এবং মহামায়া হলো এই মায়ার স্রষ্টা।

৩৫.মহাশ্বেতা : দেবীর শক্তির প্রতিরূপ এই নাম।

৩৬. নিরাঞ্জনা : দেবী দুর্গার এই নামের আক্ষরিক অর্থ নদী বা পূর্ণিমার চাঁদ।

৩৭.নিত্যা : এর অর্থ যিনি অমর।

৩৮. প্রগল্ভা : দেবী দুর্গার শক্তি এবং ক্ষমতা বোঝায় এই নামের মধ্যে দিয়ে।

৩৯.পুরলা : দেবী দুর্গার এই নাম তার সাহসিকতা এবং আনুগত্যকে তুলে ধরে। এছাড়াও এর অপর অর্থ নগরদুর্গ সুরক্ষাদায়িণী দেবী।

৪০. রত্নপ্রিয়া : যিনি সর্বদা অলংকার দ্বারা সুসজ্জিতা

৪১. রিমা : দেবী দূর্গার শক্তি অবতারের ওপর নাম যার ওপর অর্থ সাদা হরিণ বিশেষ

৪২.সাধবি : এর অর্থ ধার্মিক, নম্র, সহজ, অনুগত

৪৩. সংস্কারী : মায়ের নৈতিকতাকে তুলে ধরা হয়।

৪৪. সন্তাতি : যিনি সকল ইচ্ছে পূরণ করেন।

৪৫. সর্বাণি : দেবী দুর্গার ওপর নাম।

৪৬.সরিতা : এটি নদীর সমর্থক এবং দেবীর দুর্গা রূপের অন্য নাম।

৪৭. সর্ভানি : দেবী দুর্গার আরেক নাম। তার উপস্থিতি সকলের মধ্যে শান্তি নিয়ে আসে।

৪৮. সাত্ত্বিকি : দেবী দুর্গার সততা ও শুদ্ধতাকে তুলে ধরে।

৪৯. সত্যা : এর মূল অর্থ হল যিনি সত্যি এবং প্রকৃত।

৫০.সৌম্যা : এটি দেবী দুর্গার ওপর নাম।

৫১.সম্ভাবী : শম্ভু অর্থাৎ শিবের স্ত্রী রূপে দেবী পার্বতীর নাম।

৫২.শারিকা : এর অর্থ সঙ্গিনী। এই নামে দেবীকে মহাদেবের সঙ্গিনী হিসেবে তুলে ধরা হয়।

৫৩.শিবাণি : ভগবান শিবের স্ত্রী,দেবী পার্বতী।

৫৪.শীলা : পর্বতশৃঙ্গে অর্থাৎ কৈলাশে বাস করেন দেবী পার্বতী।

৫৫. স্তুতি : দেবী দুর্গার নাম

৫৬. সুন্দরী : অপরূপা সুন্দর নারী রূপে দেবী।

৫৭.তন্বি : দেবী দূর্গার আরেকটি নাম যার অর্থ সুন্দর

৫৮.তরিণী : এই নামে দেবী সকলের পরিত্রাতা।

৫৯. তোশাণি : দেবী দুর্গার রূপ।

৬০.ত্ররিতি : কর্মশক্তি সম্পন্না এবং চিত্তাকর্ষক নারী রূপে দেবী দুর্গা।

৬১. ত্রিনেত্রা : হিন্দু পুরাণ মতে দেবী দুর্গার তিনটি চোখ থাকায় এই রূপের নাম ত্রিনেত্রা

৬২. ত্বরিতা : দেবীর এই নাম শক্তির সমার্থক

৬৩.উমা : পৃথিবীবাসীর ঘরের কন্যা রূপে দেবীর নাম।এটির মূল অর্থ শাশ্বত জ্ঞান, মহিমান্বিত, খ্যাতি এবং শান্তি।

৬৪. বরুনিকা : এই নামে দেবী পার্বতী বৃষ্টির দেবী রূপে ধরা দেন।

৬৫.জয়তি : দেবী দুর্গার অপর নাম।

এছাড়া রয়েছে আরও নাম। সেগুলি হল,

৬৬. বহুলা। ৬৭. বহুলপ্রেমা। ৬৮. সর্ববাহনবাহনা। ৬৯. নিশুম্ভনিশুম্ভহননী। ৭০. মহিষাসুরমর্দিনী। ৭১. মধুকৈটভহন্ত্রী। ৭২. চণ্ডমুণ্ডবিনাশিনী। ৭৩. সর্বাসুরবিনাশা। ৭৪. সর্বদানবঘাতিনী। ৭৫. সর্বশাস্ত্রময়ী। ৭৬. সত্যা। ৭৭. সর্বাস্ত্রধারিণী। ৭৮.অনেকশস্ত্রহস্তা। ৭৯. অনেকাস্ত্রধারিণী। ৮০. কুমারী। ৮১. কন্যা। ৮২. কৈশোরী। ৮৩. যুবতী। ৮৪. যতি। ৮৫. অপ্রৌঢ়া। ৮৬. প্রৌঢ়া। ৮৭. বৃদ্ধমাতা। ৮৮. বলপ্রদা। ৮৯. মহোদরী। ৯০. মুক্তকেশী। ৯১. ঘোররূপা। ৯২. মহাবলা। ৯৩. অগ্নিজ্বালা। ৯৪. রৌদ্রমুখী। ৯৫. কালরাত্রি। ৯৬. তপস্বিনী। ৯৭. নারায়ণী। ৯৮. ভদ্রকালী। ৯৯. বিষ্ণুমায়া। ১০০. জলোদরী। ১০১. শিবদূতী। ১০২. করালী। ১০৩. অনন্তা। ১০৪. পরমেশ্বরী। ১০৫. কাত্যায়নী। ১০৬. সাবিত্রী। ১০৭. প্রত্যক্ষা। ১০৮. ব্রহ্মবাদিনী।

আরও জানুন: Durga Puja 2021: এ বছর কিসে আগমন আর কিসেই বা গমন! মর্ত্যবাসীর ভাগ্যে কী আছে, জানুন

আরও পড়ুন:  Mahalaya 2021: ভগবান বিষ্ণুর যোগনিদ্রা থামাতে দেবীর রূপ কে ধরেছিলেন, জানেন?