এবছর পুজো পালিত হয়েছে বেশ দেরিতে। এখনই বাতাসে হিমের হাওয়া। এ বছর পুজোর সময় সকাল-রাতে শিরশিরানি হাওয়ায় জমে উঠেছে শীতের আমেজ। শারদীয়া উত্সব সাধারণত অক্টোবর মাসেই পালিত হয়। তবে কখনও দেরিতে আবার মাসের শুরুতেই এই উত্সবের তারিখ পড়ে। প্রতি বছরই দুর্গাপুজোর তারিখ নিয়ে মানুষের মধ্যে আলাদা অনুভূতি তৈরি হয়।বিজয়ার আমেজ কাটতে না কাটতেই শুরু হয় পরের বছর উমার আবার কবে আসবে। বিষাদের সুর কাটিয়ে ফের একটা বছরের অপেক্ষায় বাঙালি। তাই পরের বছর বোধন কবে, মহালয়া কবে, পুজোর সময় ছুটি নষ্ট হতে পারে কিনা, তা নিয়ে বাঙালির বেশি কৌতূহল।
পরের বছর কবে থেকে শুরু হবে প্রাণের পুজো, কখন পালিত হবে মহালায়া, তার জন্য ক্যালেন্ডারের দিক চোখ রেখেছে আপামর বাঙালি। এ বছর দুর্গাপুজো শুরু হয়েছে বেশ দেরিতে। বোধন থেকেই মানুষ মণ্ডপমুখী। গোটা পুজোয় মানুষ চুটিয়ে আড্ডা, মজা আর আনন্দেই কাটিয়েছেন। পুজোর দুটি দিন উইকেন্ড থাকায় ছুটির মেজাজে খামতি পড়েছে। পরের বছর পুজোর কটা দিন কোন কোন বারে পড়েছে তা জানলে দূরে কোথায় ঘুরতে যাওয়ারও প্ল্যান করতে পারেন।
আগামী বছর কবে কবে দুর্গাপুজো হবে?
মহালয়া- ২ অক্টোবর, বুধবার
মহাষষ্ঠী- ৯ অক্টোবর, বুধবার
মহাসপ্তমী- ১০ অক্টোবর, বৃহস্পতিবার,
মহাষ্টমী- ১১ অক্টোবর, শুক্রবার,
মহানবমী- ১২ অক্টোবর, শনিবার,
বিজয়া দশমী- ১৩ অক্টোবর, রবিবার