AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Laxmi Puja 2025: লক্ষ্মীপুজোয় কোন কোন ফুল অর্পণ করতেই হয়? কোন ফুল দেবীর সবচেয়ে প্রিয়?

Laxmi Puja: লক্ষ্মী হলেন ঐশ্বর্য, শান্তি ও সমৃদ্ধির প্রতীক। প্রচলিত, তিনি ভক্তের ঘরে স্থায়ীভাবে বাস করেন তখনই, যখন সেই ঘরে পরিচ্ছন্নতা, সৌন্দর্য ও সঠিক উপাচারের সঙ্গে পুজো সম্পন্ন হয়। সেই উপাচারের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ফুল। কোন কোন ফুল অর্পণ করলে তুষ্ট হন দেবী লক্ষ্মী?

Laxmi Puja 2025: লক্ষ্মীপুজোয় কোন কোন ফুল অর্পণ করতেই হয়? কোন ফুল দেবীর সবচেয়ে প্রিয়?
| Updated on: Oct 06, 2025 | 4:37 PM
Share

লক্ষ্মীপুজো এমন এক উৎসব যা প্রায় প্রতিটি বাঙালি ঘরেই পালিত হয়। ভোগ, নৈবেদ্য সাজিয়ে নিবেদন করা হয় দেবীর সামনে। লক্ষ্মী হলেন ঐশ্বর্য, শান্তি ও সমৃদ্ধির প্রতীক। প্রচলিত, তিনি ভক্তের ঘরে স্থায়ীভাবে বাস করেন তখনই, যখন সেই ঘরে পরিচ্ছন্নতা, সৌন্দর্য ও সঠিক উপাচারের সঙ্গে পুজো সম্পন্ন হয়। সেই উপাচারের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ফুল। কোন কোন ফুল অর্পণ করলে তুষ্ট হন দেবী লক্ষ্মী?

পদ্মফুল – লক্ষ্মীদেবীর আসনই পদ্মফুল, তাই পদ্মকে তাঁর পুজোয় সর্বোচ্চ স্থান দেওয়া হয়। পদ্ম সৌন্দর্য, শুচিতা ও ঐশ্বর্যের প্রতীক। লাল বা গোলাপি পদ্ম অর্পণ করলে মা লক্ষ্মী ভক্তের জীবনে ধন, ঐশ্বর্য ও মানসিক শান্তি প্রদান করেন বলে বিশ্বাস। শাস্ত্রে বলা আছে, ‘পদ্মপ্রীতা লক্ষ্মীঃ’—অর্থাৎ, পদ্মেই দেবী প্রসন্ন হন।

শেফালি বা পারিজাত ফুল – শরৎকালের সকালে যেই ফুলের ঘ্রাণে পরিবেশ ভরে ওঠে, সেই শেফালি ফুল মা লক্ষ্মীর আরেক প্রিয়। সাদা-কমলা এই ফুল পবিত্রতা ও শান্তির প্রতীক। সকালে তাজা শেফালি ফুল দিয়ে অর্পণ করলে গৃহে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং দেবী আশীর্বাদ করেন।

শ্বেত জবা – যদিও জবা সাধারণত কালীপূজায় বেশি ব্যবহৃত হয়, কিন্তু সাদা জবা ফুল দেবী লক্ষ্মীর পূজায়ও অত্যন্ত শুভ বলে গণ্য। এটি শান্তি, সৌন্দর্য এবং স্নিগ্ধতার প্রতীক। পুজোর থালায় সাদা জবা রাখলে গৃহে স্থায়ী শান্তি ও মঙ্গল আসে।

অপরাজিতা ফুল – অপরাজিতা নামের মধ্যেই রয়েছে অপরাজেয়তা। নীল বা সাদা অপরাজিতা ফুল দেবীকে অর্পণ করলে জীবনের সব বাধা-বিপত্তি দূর হয় বলে বিশ্বাস। এই ফুল ধনসম্পদ বৃদ্ধি এবং আত্মবিশ্বাস বৃদ্ধির প্রতীক হিসেবেও পূজিত।

বেলফুল – বেলফুলের সৌরভ মনকে প্রশান্ত করে। দেবী লক্ষ্মী এই ফুলের স্নিগ্ধ সুবাসে অত্যন্ত সন্তুষ্ট হন। শাস্ত্রে বলা হয়েছে, বেলফুল অর্পণ করলে গৃহে অর্থনৈতিক স্থিতি আসে এবং পরিবারের সদস্যদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি পায়। যদিও এই সমূ বেলফুল পাওয়াটা একটু কষ্টের।

গাঁদা ফুল – পুজোর সময় সবচেয়ে সহজলভ্য ফুল হলো গাঁদা। হলুদ ও কমলা গাঁদা ফুল শুভতা, শক্তি এবং আনন্দের প্রতীক। লক্ষ্মীপুজোতে রঙ্গোলি বা আলপনার চারপাশে গাঁদা ফুল ছিটিয়ে সাজালে দেবী অত্যন্ত খুশি হন।

জুঁই ফুল – জুঁই ফুলের কোমল সৌরভ ও শুভ্রতা দেবীর প্রতীক। শাস্ত্রমতে, জুঁই ফুল অর্পণ করলে দারিদ্র্য দূর হয় এবং গৃহে প্রেম ও সম্প্রীতি বজায় থাকে।