Vastu tips: ভাগ্য ফেরাতে যে সব গাছ রাখতে পারেন আপনার অন্দরমহলে …

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Jan 04, 2022 | 2:27 AM

গাছ কিন্তু আমাদের সোভাগ্য ফিরিয়ে দেয়। সেই সঙ্গে বাস্তুও বলছে এক কথা। আর তাই বাড়িতে গাছ রাখুন বাস্তু মেনে

Vastu tips: ভাগ্য ফেরাতে যে সব গাছ রাখতে পারেন আপনার অন্দরমহলে ...
জানুন কী কী গাছ রাখবেন বাড়িতে

Follow Us

গাছ আমাদের মন ভাল করে। গাছের সঙ্গেও মন খুলে কথা বলা যায়, গাছেরও প্রাণ আছে, অনুভূতি আছে- এই সব এতদিন বইয়ের পাতায় পড়ে এলেও মন থেকে তা অনেকে মানতে পারতেন না। কিন্তু গত দু বছরে লকডাউন আমাদের বুঝিয়ে দিয়েছে গাছেরাই আমাদের পরম বন্ধু। ওদের ভালবাসলে কখনও খালি হাতে ফিরতে হয় না।

ফুলে-ফলে-পাতায় ওরাও কিন্তু জানান দেয় ভালবাসার। বাড়িতে একটুকরো সবুজ থাকলেই কিন্তু মন এক নিমেষে ভাল হয়ে যায়। সেই সঙ্গে দূষণ থেকে মুক্তি, পর্যাপ্ত অক্সিজেন এসব কিছু তো থাকেই। এখন ফ্ল্যাটবাড়ির দৌলতে কারোর বাড়িতেই বাগদান নেই। কিন্তু নিজের মত সুযোগ সুবিধা করে গাছ এখন সবাই রাকছেন। কেউ ব্যালকনিতে, কেউ ছাদে কেউ বা আবার জানালায় নিজের মত করে গাছ রেখেছেন।
আজেকর দিনের ইন্টিরিয়রে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রয়েছে গাছের। বাস্তুমতে কিছু গাছের কথা বলা হয়, যা বাড়িতে থাকলে শুভ হয়। সেই সঙ্গে মনের থেকে যাবতীয় নেগেটিভিটি দূর হয়ে যায়। মন ভাল থাকে, মাথা ঠান্ডা থাকে। দেখে নিন বাড়িতে কোন কোন গাছ আপনি রাখতে পারেন।

বাস্তুশাস্ত্রের সেরা রং হলুদ। তাই হলুদ গোলাপ গাছ ঘরে থাকা অত্যন্ত শুভ বলে মানা হয়। সকালে ঘুম থেকে উঠে হলুদ গোলাপের দিকে তাকিয়ে থাকলে চঞ্চল মন শান্ত হয়ে যায়। এছাড়াও হলুদ যে কোনও রং চোখের জন্য খুব ভাল। তাই হলুদ রঙের গাছ রাখুন বেডরুমে।

মানি প্ল্যান্টের জন্য বিশেষ কোনও যত্নের প্রয়োজন হয় না। যে ভাবে খুশি রাখলেই হল। মাটিতেও রাখা যায়। আবার জলে বসিয়েও রাখা যেতে পারে। আর মানিপ্ল্যান্ট কিন্তু খুব শুভ। সুন্দর ভাবে একে রক্ষা করতে পারলে অনেক শুভ সংবাদ পাওয়া যায়। গৃহস্থের কল্যাণ হয়।

পিস লিলি কিন্তু দেখতে ভীষণ সুন্দর। এর সাদা রং ঘর থেকে নেগেটিভ এনার্জিকে দূর করে ঘরের পরিবেশকে শান্ত রাখতে সাহায্য করে।

জেড প্ল্যান্ট দেখতে যেমন সুন্দর তেমনই এই গাছ সদর দরজার ডান দিকে রাখলে কিন্তু ভাল ফল পাওয়া যায়। বাতাস শুদ্ধিকরণের জন্য খুব ভাল এই প্ল্যান্ট। মোটা পাতার জন্য এদের অক্সিজেন উৎপাদনের ক্ষমতা বেশি।

আরও পড়ুন: Full Moon 2022: ১২ মাসে ১২টি পূর্ণিমা তিথি! বাঙালির কাছে এই তিথির গুরুত্ব কতটা, তা জানা আছে?

Next Article
Full Moon 2022: ১২ মাসে ১২টি পূর্ণিমা তিথি! বাঙালির কাছে এই তিথির গুরুত্ব কতটা, তা জানা আছে?
Vastu Tips: রান্নাঘরে এই জিনিসটি যেন আপনার হাত থেকে কোনওদিন পড়ে না যায়; তাহলেই ঘটবে বিপদ