ফিউচার এবং অপশনে আপনি মোটা অঙ্কের মুনাফা পেতে পারেন, যদি এভাবে ফিউচার ও অপশনে ট্রেড করেন:
ফিউচার ও অপশন হল ডেরিভেটিভস মার্কেটের বিশেষ একটি মাধ্যম। শেয়ার-সহ বিভিন্ন ডেরিভেটিভস অ্যাসেটের ভ্যালু আপনি কেনা-বেচা করতে পারেন ফিউচার ও অপশনের মাধ্যমে। এই সব অ্যাসেটের ভ্যালু প্রতিদিন নির্ভর করে বাজারের উপর। প্রতিদিন সেই সব ভ্যালু ওঠা-নামা করছে।
ফিউচার কন্ট্রাক্টসে ট্রেডিং করতে চান?
শেয়ার মার্কেটে ফিউচার ও অপশন দুটোই নথিভুক্ত রয়েছে। ফিউচারে শুধু মাত্র বর্তমান সময়ের বাজারের ভ্যালুকে ক্রয় করতে পারবেন, এমনটা নয়, মার্কেটে আপনাকে ভবিষ্যতের বাজার ভ্যালু ক্রয় বা বিক্রয় করার সুযোগ দেবে। তবে, একটা সময়ে (কনট্রাক্ট এক্সপায়ার) স্কোয়ার আপ করতে হবে আপনার শেয়ার।
অপশনে ট্রেডিং
ফিউচারের থেকে অপশনের ট্রেডিং একটু ভিন্ন। শেয়ার ভ্যালুর প্রিমিয়ামকে ক্রয় বা বিক্রয় করতে হবে। ধরুন ABC কোম্পানি শেয়ার ভ্যালু ২১০০ টাকা। এক মাস পর এর ভ্যালু হতে পারে ২২০০ টাকা। আপনি তার প্রিমিয়ামের জন্য ২০০ টাকা প্রতি শেয়ার দিলেন পরে মাসের শেয়ার ভ্যালু ২১৫০ টাকায় কিনবেন বলে। এক মাস পর দেখা গেল ওই শেয়ার ভ্যালু দাঁড়িয়েছে ২৫০০ টাকা। তখন আপনাকে দিতে ২৩৫০ টাকা। অর্থাৎ আপনার লাভ ১৫০ টাকা প্রতি শেয়ার।
আবার যদি ওই শেয়ার দর পড়ে গিয়ে দাঁড়ায় ২০০০ টাকা, তখন আপনি ২১৫০ টাকায় কিনতেও পারেন বা নাও পারেন। যদি আপনি না কেনেন, তাহলে আপনি ২০০ টাকা প্রিমিয়াম ক্ষতি করতে পারেন।
ফিউচার ও অপশন ট্রেডিং করতে হলে কী করতে হবে?
একটি ব্রোকিং ফার্মে ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হবে আপনাকে। যে ব্রোকিং ফার্ম NSE ও BSE-তে নথিভুক্ত রয়েছে। আপনি সহজেই অ্যাকাউন্ড খুলতে পারেন 5Paisa(https://bit.ly/3RreGqO )-তে ফিউচার ও অপশন ট্রেডিং করার জন্য।
যখনই ব্রোকিং ফার্মের ওয়েবসাইটে গিয়ে লগইন করবেন, সেখানে নানা ধরনের ফিউচার ও অপশন কন্ট্রাক্টস থাকবে। আপনাকে একটু পড়াশুনো করে বিনিয়োগ করতে হবে। ফিউচার ও অপশনে ক্যাশ মার্কেটের মতো শেয়ার কিনে ধরে রাখতে পারবেন না। লটে ট্রেডিং করতে হয় এখানে।
ফিউচার ও অপশন সম্পর্কে বিস্তারিত জানতে লগঅন করুন Visit 5Paisa (https://bit.ly/3RreGqO)