ফিউচার ও অপশন কী? বিনিয়োগের আগে ভাল করে জেনে নিন
শেয়ার মার্কেটে বিনিয়োগে যেমন ঝুঁকি রয়েছে, তেমনি সহজ মুনাফা কামানো। কিন্তু তার জন্য শেয়ার মার্কেট সম্পর্কে ভাল করে জানা দরকার। ফিউচার ও অপশন হল এমন এক প্ল্যাটফর্ম, যার মাধ্যমে শেয়ার কেনা বেচা করা যেতে পারে। তবে, ইকুউটি বাজারে শেয়ার কেনা বেচার থেকে একটু আলাদা। এখানে ঝুঁকি বেশি, বিনিয়োগও বেশি এবং মুনাফাও বেশি। ফিউচার ও অপশনে লটে শেয়ার কেনা বেচা চলে। সোনা, রুপো, কৃষিজাত পণ্যের মতো ডেরিভেটিভসেও বিনিয়োগ করা যেতে পারে। আপনি যদি বিনিয়োগ করতে চান, তাহলে 5paisa.com (https://bit.ly/3RreGqO) -এ ঢুঁ মেরে দেখুন। সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। চলুন জেনে নেওয়া যাক ফিউচার ও অপশন সম্পর্কে কিছু তথ্য।
ডেরিভেটিভস বাজার কাকে বলে?
ডেরিভেটিভস হল এমন এক মাধ্যম যেখানে বিভিন্ন পণ্যের নির্ধারিত বাজার ভ্যালুর কেনা-বেচা চলে। উদাহরণ স্বরূপ বলা যায়, শেয়ার, বন্ড, মুদ্রা, কমোডিটি এবং সূচকের ভ্যালু কেনা বেচা চলে এখানে। বাজার অর্থনীতির উপর নির্ভর করে এ সব ভ্যালু। চার ধরনের ডেরিভেটিভস মাধ্যম রয়েছে, যেখাানে এই সব ভ্যালু কেনা-বেচা যায়। যেমন- ফিউচার, ফরোয়ার্ড, অপশন এবং সোয়াপ্স।
ফিউচার কাকে বলে?
কোনও কিছু পণ্যের আগাম ভ্যালুকে কেনা-বেচা করা হয় এখানে। ধরুন, আপনি অগস্ট মাসে দাঁড়িয়ে সেপ্টেম্বরের কোনও পণ্যের ভ্যালুকে কিনতে পারেন। অর্থাৎ সেপ্টেম্বরে ওই পণ্যের দর কী হবে, সেটা আগাম নির্ধারণ করে কেনা-বেচা হয়। এর পর মাসের একটা সময়ের মধ্যে (কন্ট্রাক্ট এক্সপায়ার) স্কোয়ার-আপ (অর্থাৎ কেনা থাকলে বিক্রি করতে হবে) করে নিতে হয়।
অপশন কাকে বলে?
অপশন হল আরও একটি ডেরিভেটিভস মাধ্যম যেখানেও শেয়ার কেনা-বেচা করা যায়। তবে, এখানে মাসের শেষে ফিক্সড ডেট থাকে না, যে স্কোয়ার-আপ করতে হবে। এখানে আপনি কোনও শেয়ারের আগাম মূল্য কেনা-বেচা করতে পারেন। অপশনে দুটি ভাগ থাকে, কল এবং পুট। অর্থাৎ আপনি কোনও শেয়ারকে কিনে বা বিক্রি করে খেলতে পারেন। কল অপশনে আপনি শেয়ার কিনতে পারবেন। পুট অপশনে শেয়ার বিক্রি করতে পারবেন।
এমনই ফিউচার ও অপশন সম্পর্কে আরও জানতে অবশ্যই ক্লিক করুন 5paisa (https://bit.ly/3RreGqO)