Paris 2024: এক থেকে পাঁচ! প্যারিস অলিম্পিকেও এ বার কোভিড চিন্তা

Jul 24, 2024 | 4:47 PM

Paris Olympics 2024: তাতেও চিন্তা ছিলই। নানা বিধি নিষেধ, সীমিত দর্শক, সামাজিক দূরত্ব, মাস্ক পরা, এমন নানা নিয়মের মধ্যে অনুষ্টিত হয়েছিল গ্রেটেস্ট শো অন আর্থ। প্যারিস অলিম্পিকে অবশ্য এমন কোনও চিন্তা ছিল না। তবে পরিস্থিতি কিছুটা অস্বস্তিকর হয়ে ওঠে মঙ্গলবার। প্যারিস অলিম্পিকের গেমস ভিলেজে এক অ্যাথলিটের কোভিড পজিটিভ ধরা পড়ে।

Paris 2024: এক থেকে পাঁচ! প্যারিস অলিম্পিকেও এ বার কোভিড চিন্তা
Image Credit source: PARIS 2024 X

Follow Us

টোকিও অলিম্পিকের পর প্যারিস। কোভিড চিন্তা পিছু ছাড়ছে না। গত বারের অলিম্পিক অর্থাৎ টোকিওতে অলিম্পিকের গত সংস্করণ হওয়ার কথা ছিল ২০২০ সালে। যদিও কোভিডের কারণে তা এক বছর পিছিয়ে দেওয়া হয়। তাতেও চিন্তা ছিলই। নানা বিধি নিষেধ, সীমিত দর্শক, সামাজিক দূরত্ব, মাস্ক পরা, এমন নানা নিয়মের মধ্যে অনুষ্টিত হয়েছিল গ্রেটেস্ট শো অন আর্থ। প্যারিস অলিম্পিকে অবশ্য এমন কোনও চিন্তা ছিল না। তবে পরিস্থিতি কিছুটা অস্বস্তিকর হয়ে ওঠে মঙ্গলবার। প্যারিস অলিম্পিকের গেমস ভিলেজে অস্ট্রেলিয়ার এক অ্যাথলিটের কোভিড পজিটিভ ধরা পড়ে। তাঁর সংস্পর্শে আসা বাকিদেরও আইসোলেশনে রাখা হয়। যদিও অন্যান্য ক্রীড়ার সঙ্গে যুক্ত অ্যাথলিটদের অনুশীলনের অনুমতি দেওয়া হয়। অস্ট্রেলিয়ার অলিম্পিক টিম থেকেই এ বার চিন্তা ছড়াচ্ছে। আরও পাঁচজন কোভিড পজিটিভ।

আগের দিন যাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছিল, তিনি ছিলেন অস্ট্রেলিয়ার ওয়াটারপোলো টিমের সদস্য। তাঁর নাম অবশ্য প্রকাশ্যে আনা হয়নি। অস্ট্রেলিয়ার শেফ ডি মিশন অ্যানা মিয়ার্স জানিয়েছিলেন, তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে। এ বার মহিলা ওয়াটার পোলো টিমের পাঁচ জনের কোভিড রিপোর্ট পজিটিভ। মেডিক্যাল টিমের প্রধান তাঁদের সবুজ সংকেত দিলেই প্রস্তুতি শুরু করতে পারবেন বলেও জানিয়েছেন অ্যানা মিয়ার্স।

অ্যানা মিয়ার্স বলেন, ‘কোভিডকেও অন্যান্য রোগের মতোই দেখছি। তবে আমরা নিয়ম মেনেই চলতে চাই। অলিম্পিক গেমসে এর যাতে কোনও প্রভাব না পড়ে সেটা নিশ্চিত করতে হবে। সে কারণেই সমস্ত বিধিনিষেধ মেনে চলা হচ্ছে।’ কী প্রোটোকল মেনে চলা হচ্ছে তাও পরিষ্কার করেছেন অ্যানা মিয়ার্স। যেমন, আইসোলেশন, বাকিরা যাতে সুরক্ষিত থাকে, সামাজিক দূরত্ব বজায় রাখে, তা জানিয়েছেন মিয়ার্স।

Next Article