দুরন্ত প্রত্যাবর্তনে অল ইংল্যান্ডের শেষ চারে সিন্ধু

Mar 20, 2021 | 2:13 PM

এর আগে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের (All England Badminton Championships) সেমিফাইনালে (semifinals) খেলেছেন সিন্ধু (PV Sindhu)। যে কারণে এ বারের টুর্নামেন্টকে আরও বেশি গুরুত্ব দিচ্ছেন সিন্ধু।

দুরন্ত প্রত্যাবর্তনে অল ইংল্যান্ডের শেষ চারে সিন্ধু
দুরন্ত প্রত্যাবর্তনে অল ইংল্যান্ডের শেষ চারে সিন্ধু

Follow Us

লন্ডন: টোকিও অলিম্পিকের (Tokyo Olympics) আগে ধীরে ধীরে ছন্দে ফিরছেন পিভি সিন্ধু (PV Sindhu)। অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের (All England Badminton Championships) কোয়ার্টার ফাইনালে হারতে হারতে দারুণ ভাবে ঘুরে দাঁড়ালেন। বিপক্ষকে শেষ দুটো গেমে উড়িয়ে দিয়ে শেষ চারে উঠলেন তিনি। সেমিফাইনালে তাইল্যান্ডের পর্নপায়ুই চোচুওংয়ের বিরুদ্ধে খেলা।

 

 

জাপানের আকানে ইয়ামাগুচির বিরুদ্ধে প্রথম গেমটা ১৬-২১ হেরেছিলেন সিন্ধু। আগ্রাসী ইয়ামাগুচি ওই গেমে বেশ চাপেই রেখেছিলেন ভারতীয় শাটলারকে। মনে হয়েছিল, সিন্ধু বোধহয় আরও একটা ম্যাচ হারতে চলেছেন। সেখান থেকেই খেলা ঘুরিয়ে দেন। পরের দুটো গেমে ২১-১৬, ২১-১৯ জেতেন সিন্ধু।

 

 

গত দু’মাস সিন্ধু যা খেলছিলেন, তার সঙ্গে এই কোয়ার্টার ফাইনালকে মেলানো যাবে না। কোর্টের সামনে যেমন, থার্ড কোর্টেও তেমনই সাবলীল পারফর্ম করেছেন। স্ম্যাশ, পাল্টা আক্রমণেও ঝকঝকে দেখিয়েছে সিন্ধুকে। ইয়ামাগুচির বিরুদ্ধে শেষ দুটো গেমে স্ট্র্যাটেজিক গেম খেলেছেন। তৃতীয় গেমে সিন্ধুর চাপ সামলাতে না পেরে পর পর পয়েন্ট দিয়েছেন জাপানি শাটলার।

সিন্ধু পরে বলেছেন, ‘আমি শুরু থেকে ফোকাসড থাকার চেষ্টা করেছি। ভালো লাগছে শেষ চারে পৌঁছতে পেরেছি। কিন্তু খেলা এখনও শেষ হয়নি।’ অল ইংল্যান্ডের আগে এশিয়ান কয়েকটা টুর্নামেন্ট ভালো খেলতে পারেননি। সেটা মাথায় রেখেই নেমেছেন অল ইংল্যান্ডে। বলেওছেন, ‘এশিয়ান লেগ আমার ভালো যায়নি। যে কারণে আরও বেশি করে মন দিয়েছি ট্রেনিংয়ে। মিয়ার কাছে ব্যাঙ্ককে হারলেও সুইস ওপেনে ওকে হারিয়েছি। এটা একটা ভালো দিক।’

আরও পড়ুন: বিদেশি মডেলে সম্প্রচার বিজেন্দরের ম্যাচ

এর আগে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলেছেন সিন্ধু। যে কারণে এ বারের টুর্নামেন্টকে আরও বেশি গুরুত্ব দিচ্ছেন সিন্ধু। তাঁর কথায়, ‘ইয়ামাগুচির বিরুদ্ধে ২০১৯ সালের পর খেললাম। প্রথম গেমে প্রচুর ভুল করেছি। কিন্তু দ্বিতীয় গেমও আমার পক্ষে ছিল না। কিন্তু ওখান থেকেই ঘুরে দাঁড়নোর চেষ্টা করেছিলাম। ওই গেমটা জেতার পর আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল।’

Next Article