বিদেশি মডেলে সম্প্রচার বিজেন্দরের ম্যাচ
বিজেন্দরের হাত ধরেই ভারতে পেশাদার বক্সিং জনপ্রিয়তা পেতে শুরু করেছে।
কলকাতা: কোনও টিমের যদি ম্যাচ থাকে, কোনও না কোনও চ্যানেলে দেখানো হয়। আজকাল অ্যাপেও ঢুকে পড়েছে বিভিন্ন খেলা। চলতি ট্রেন্ড ভেঙে দিতে চলেছে বিজেন্দর সিংয়ের (Vijender Singh) বাউট। মিডলওয়েটে রাশিয়ান বক্সার আর্তিস লোপসানের সঙ্গে তাঁর পেশাদার ম্যাচ দেখানো হবে বিদেশি ধাঁচে। যাকে বলা হয়– পে-পার-ভিউ (pay-per-view model)। অর্থাত্, বিজেন্দরের আট রাউন্ডারের ম্যাচ দেখতে হলে ৯৯ টাকা দিতে হবে দর্শককে। অনেকটা সিনেমা দেখার জন্য যে ভাবে টিকিট কাটতে হয়, ঠিক সে ভাবেই কাটতে হবে। শুধু হলের বদলে ওই বাউট দেখা যাবে বুক-মাই-শো (Book My Show) নামের অনলাইন প্ল্যাটফর্মে।
ভারতীয় খেলাধুলোয় এর আগে এমন ভাবে কোনও টিমের বা কারও ব্যক্তিগত ইভেন্ট দেখানো হয়নি। গোয়ার পানাজিতে একটি ক্যাসিনো জাহাজে বিজেন্দরের বাউট। ৯৯ টাকা দিয়ে টিকিট কাটলেই যার সাক্ষী থাকা যাবে। তিন সপ্তাহ পরে সোনি টিভিতে ওই ম্যাচ দেখা যাবে।
আরও পড়ুন: জাতীয় রেকর্ড করে অলিম্পিক নিশ্চিত কমলপ্রীতের
বিজেন্দরের হাত ধরেই ভারতে পেশাদার বক্সিং জনপ্রিয়তা পেতে শুরু করেছে। এর আগে ১২টা বাউটে তিনি অপরাজিত। তার মধ্যে আটটাতে নক আউট করেছেন প্রতিপক্ষকে। এটা জিতলে টানা ১৩তম জয় হবে তাঁর। বিজেন্দরের তারকা ইমেজই এই নতুন পদ্ধতিকে বেশ আকর্ষণীয় করে তুলেছে। বিজেন্দরের কোনও ম্যাচ থাকলে প্রচুর ভিড় হয়। উদ্যোক্তারা আশা করছে, পে-পার-ভিউয়ের ক্ষেত্রেও ভালোই সাড়া মিলবে। এর আগে করোনার জন্য সিনেমার ক্ষেত্রে পে-পার-ভিউ চালু করলেও স্পোর্টসে এই প্রথম পা দিতে চলেছে বুক-মাই-শো।
একই সঙ্গে এও বলা যেতে পারে, বিনোদনের জগতে অন্য ভাবে পা দিতে চলেছেন বক্সার বিজেন্দর সিং!