বুয়েনস আইরেস: প্রায় ৩ দশক হতে চলল। আন্তর্জাতিক ফুটবলে সাফল্য নেই আর্জেন্তিনার (Argentina)। ১৯৯৩ সালের পর আর কোপা (Copa America) জেতেনি আলবিসেলেস্তেরা। লিওনেল মেসির (Lionel Messi) হাত ধরে দু’বার কোপার ফাইনালে উঠলেও ট্রফি অধরাই থেকেছে। বিশ্ব ফুটবল মানচিত্রে মেসির আর্জেন্তিনা ক্রমশই ফিকে হচ্ছে। এ বারের কোপায় নিজেদের মেলে ধরার পালা নীল-সাদা জার্সিধারীদের। গত বিশ্বকাপে প্রি-কোয়ার্টার ফাইনালেই ছুটি হয়ে গিয়েছিল মেসিদের। এ বারের কোপা আমেরিকা প্রমাণের মঞ্চ মেসি-আগুয়েরোদের কাছে।
রবিবার রাত থেকে কোপা শুরু হলেও আর্জেন্তিনা নামছে সোমবার রাতে। প্রথম ম্যাচেই চিলির মুখোমুখি হবেন মেসিরা। কোপা শুরুর ৩ দিন আগে ২৮ জনের দল ঘোষণা আর্জেন্তিনার। সেই দলে নেই ডিফেন্ডার হুয়ান ফয়েথ আর মিডফিল্ডার লুকাস অকাম্পোস। গত কয়েক বছরে আর্জেন্তিনার জাতীয় দলে নিয়মিত ছিলেন স্টপার হুয়ান ফয়েথ। প্রাক বিশ্বকাপের শেষ দুটো ম্যাচে দলকে নির্ভরতা দিতে পারেননি ফয়েথ। আর তাতেই ফয়েথকে কোপার দলে রাখলেন না স্কালোনি।
আর্জেন্তিনার কোপার দলে ভরসার মুখ সেই লিওনেল মেসিই। এছাড়া সের্জিও আগুয়েরো, অ্যাঞ্জেল ডিমারিয়া, ওটামেন্ডির মতো অভিজ্ঞ ফুটবলাররা আছেন দলে।
একনজরে দেখে নেওয়া যাক আর্জেন্টিনার ২৮ জনের তালিকা।
আর্জেন্তিনার কোপা দল—
গোলকিপার: আর্মানি, এমিলিয়ানো, মুসো, অগাস্টিন
ডিফেন্ডার: মনতিয়েল, ওটামেন্ডি, পেজ্জেল্লা, তাগলিয়াফিকো, লুকাস মার্টিনেজ, আকুনা, লিসান্দ্রো মার্টিনেজ, মোলিনা, রোমেরো
মিডফিল্ডার: পারেদেস, লো সেলসো, পালাসিয়োস, নিকোলাস গঞ্জালেজ, রডরিগেজ, ডি পল, আলেজান্দ্রো গোমেজ, অ্যাঞ্জেল কোরেয়া, নিকোলাস ডোমিনগুয়েজ
ফরোয়ার্ড: লিওনেল মেসি, মার্টিনেজ, ডি’মারিয়া, জোয়াকিন কোরেয়া, আগুয়েরো, লুকাস আলারিয়ো
সোমবার রাতে চিলির বিরুদ্ধে ম্যাচ দিয়ে কোপা অভিযান শুরু আর্জেন্তিনার। ১৯ তারিখ উরুগুয়ে, ২২ তারিখ প্যারাগুয়ে, ২৯ তারিখ বলিভিয়ার বিরুদ্ধে খেলবেন মেসিরা।
আরও পড়ুন: গুগল ডুডলে ইউরো উদযাপন শুরু