Spain Football: চুমু বিতর্কের জের, পদত্যাগের পথে স্পেনের ফুটবল ফেডারেশনের প্রধান

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 25, 2023 | 5:10 PM

FIFA Women's World Cup: কয়েক দিন আগে মেয়েদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন (Spain)। কিন্তু স্পেনের বিশ্বজয় নিয়ে যত না আলোচনা হচ্ছে, তার থেকে বেশি আলোচনা চলছে চুমু বিতর্ক নিয়ে।

Spain Football: চুমু বিতর্কের জের, পদত্যাগের পথে স্পেনের ফুটবল ফেডারেশনের প্রধান
Spain Football: চুমু বিতর্কের জের, পদত্যাগের পথে স্পেনের ফুটবল ফেডারেশনের প্রধান
Image Credit source: Twitter

Follow Us

মাদ্রিদ: কয়েক দিন আগে মেয়েদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন (Spain)। কিন্তু স্পেনের বিশ্বজয় নিয়ে যত না আলোচনা হচ্ছে, তার থেকে বেশি আলোচনা চলছে চুমু বিতর্ক নিয়ে। ইংল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর স্পেনের মহিলা ফুটবলাররা যখন মঞ্চে পুরস্কার নিতে উঠছিলেন, সেই সময় জেনি হার্মোসোকে জোর করে চুমু খেয়েছিলেন স্পেনের ফুটবল ফেডারেশনের প্রধান লুইস রুবিয়ালস (Luis Rubiales)। যা নিয়ে চরম বিতর্ক হয়। পুরো বিষয়টি মোটেও ভালোভাবে নেয়নি ফিফা। এ বার চুমু বিতর্কের জেরেই পদত্যাগ করতে চলেছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান লুইস রুবিয়ালস। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

স্পেনের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন মহল লুইস রুবিয়ালসের এই মহিলা ফুটবলারকে জড়িয়ে ধরে জোর করে চুমু খাওয়ার কাণ্ড ভালোভাবে নেয়নি। সূত্রের খবর, বিতর্কের জল এতদূর গড়িয়েছে যে, শুক্রবার পদত্যাগ করতে চলেছেন লুইস। ফিফা লুইসের বিরুদ্ধে বৃহস্পতিবার একটি তদন্ত শুরু করেছে। তাতে বলা হয়েছে, ফিফার শৃঙ্খলাবিধির আর্টিকেল ১৩-র প্যারাগ্রাফ ১ ও ২ লঙ্ঘন করা হয়েছে।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের মুখপাত্র লুইসের পদত্যাগের ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি। সংবাদ সংস্থা রয়টার্সকে এক সূত্র জানিয়েছে, লুইস রুবিয়ালসের ভবিষ্যৎ এবং তাঁর সম্ভাব্য উত্তরসূরির বিকল্প নিয়ে আলোচনা করার জন্য স্প্যানিশ ফুটবল ফেডারেশনের আঞ্চলিক নেতারা বৃহস্পতিবার মাদ্রিদে একটি সংকট বৈঠক করেছেন।

চুমু কাণ্ড নিয়ে বিতর্ক বাড়তে থাকায় একটি ভিডিয়ো বার্তায় ক্ষমা চান লুইস রুবিয়ালস। তিনি বলেছিলেন, ‘আমি যা করেছি সেটা ভুল করেছি। আমি নিজের ভুল স্বীকার করছি। তবে সত্যি বলতে আমার কোনও খারাপ অভিসন্ধি ছিল না। মুহূর্তের উত্তেজনায় আমি ওই কাজ করে ফেলেছি।’ ২০১৮ সালের মে মাসে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান হিসেবে নিযুক্ত হন লুইস রুবিয়ালস। তার পর থেকে একাধিক বার তিনি বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন।

Next Article