World Athletics Championship : নীরজই অনুপ্রেরণা, ইতিহাস গড়ে জ্যাভলিনের ফাইনালে তিন ভারতীয়

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 25, 2023 | 6:30 PM

Javelin Throw : নীরজ মরসুমের সেরা ৮৮.৭৭ মিটার থ্রোয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং অলিম্পিক কোটা দুই-ই হাসিল করে নিয়েছেন। তাঁর দুই সতীর্থ ডিপি মনু এবং কিশোর জেনাও ৮০ মিটারের লক্ষ্য পার করেছেন।

World Athletics Championship : নীরজই অনুপ্রেরণা, ইতিহাস গড়ে জ্যাভলিনের ফাইনালে তিন ভারতীয়

Follow Us

বুদাপেস্ট : বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Athletics Championship) ভারতের ইতিহাসে এমনটা আগে কখনও ঘটনি। পুরুষদের জ্যাভলিনের ফাইনালে পা রাখলেন তিন ভারতীয়। নীরজ চোপড়া, ডিপি মনু এবং কিশোর জেনা। এর অর্থ হল, রবিবার পদকের লক্ষ্যে শুধু নীরজ (Neeraj Chopra) নন, আরও দুই জ্যাভলিন থ্রোয়ারের দিকে নজর থাকবে দেশবাসীর। নীরজ মরসুমের সেরা ৮৮.৭৭ মিটার থ্রোয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং অলিম্পিক কোটা দুই-ই হাসিল করে নিয়েছেন। তাঁর দুই সতীর্থ ডিপি মনু এবং কিশোর জেনাও ৮০ মিটারের লক্ষ্য পার করেছেন। বিশ্ব মঞ্চে দুই সতীর্থকে লাগাতার উৎসাহ দিয়ে গিয়েছেন নীরজ। তারই ফল দেখা গেল যোগ্যতা অর্জন পর্বে। ডিপি মনু ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন ৮১.৩১ ও কিশোর ৮০.৫৫ মিটার দূরে বর্শা ছুড়েছেন। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

জ্যাভলিনের ফাইনালে সরাসরি যোগ্যতা অর্জনের মাপকাঠি ছিল ৮৩.০০ মিটার। নীরজ চোপড়ার সঙ্গে এ গ্রুপে ছিলেন ডিপি মনু। প্রথম প্রচেষ্টায় ৭৮.১০ মিটার বর্শা ছোড়েন তিনি। দ্বিতীয় প্রচেষ্টায় ৮০-র গণ্ডি পার করে ফেলেন। ৮১.৩১ মিটার বর্শা ছুড়ে তৃতীয় স্থানে উঠে আসেন। তাঁর তৃতীয় ও ফাইনাল প্রচেষ্টা ছিল ৭২.৪০ মিটার। অন্যদিকে গ্রুপ বি-তে প্রথম প্রচেষ্টায় ৮০.৫৫ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন কিশোর জেনা। দুই গ্রুপ থেকে শীর্ষে থাকা ১২ জন ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছেন। নীরজ রয়েছে সবার শীর্ষে। দ্বিতীয় স্থানে পাকিস্তানের আর্শাদ নাদিম। ডিপি মনু ষষ্ঠ এবং কিশোর জেনা নমব স্থানে ছিলেন।

সবাইকে অবাক করে দিয়ে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে যোগ্যতা অর্জন করতে পারেননি দু’বারের এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্স। কোয়ালিফিকেশন রাউন্ড থেকে বিদায় হয়েছে জুলিয়াস ইয়েগোর।

Next Article