Wimbledon 2021 Final: ৪১ বছর পর উইম্বলডনে ইতিহাস বার্টির

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 10, 2021 | 10:24 PM

ক্যারোলিনা প্লিসকোভাকে (Karolina Pliskova) হারিয়ে প্রথমবার উইম্বলডন (Wimbledon) চ্যাম্পিয়ন হলেন অ্যাশলি বার্টি (Ashleigh Barty)।

Wimbledon 2021 Final: ৪১ বছর পর উইম্বলডনে ইতিহাস বার্টির
Wimbledon 2021 Final: প্রথমবার উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন অ্যাশলি বার্টি

Follow Us

লন্ডন: মহিলাদের উইম্বলডন ফাইনালে স্বপ্নপূরণ অস্ট্রেলিয়ার অ্যাশলি বার্টির (Ashleigh Barty)। ক্যারোলিনা প্লিসকোভাকে (Karolina Pliskova) হারিয়ে প্রথমবার উইম্বলডন (Wimbledon) চ্যাম্পিয়ন হলেন তিনি। ম্যাচের ফলাফল ৬-৩, ৬-৭ (৪), ৬-৩। বিশ্বের এক নম্বর টেনিস তারকা বহুদিনের স্বপ্ন নিয়েই নেমেছিলেন অল ইংল্যান্ড ক্লাবে। শেষ পর্যন্ত ট্রফি হাতে উচ্ছ্বাসে ভেসে গিয়েছেন তিনি।

৪১ বছর আগে অস্ট্রেলিয়ার ইভন গুলাগং কলে (Evonne Goolagong Cawley) মহিলাদের প্রথম উইম্বলডন চ্যাম্পিয়ন। নিজের আইডল কলেকে শ্রদ্ধা জানানোর জন্য বিশেষভাবে ডিজাইন করা পোশাক পরে এদিন খেলতে নেমেছিলেন অ্যাশলি বার্টি। যা নিয়ে রীতিমতো হইচই। কোর্টে শুরু থেকে ছন্দে ছিলেন বার্টি। প্রথম সেট জিতেছিলেন ৬-৩। দ্বিতীয় সেটে অবশ্য প্লিসকোভা ফিরে এসেছিলেন। ৭-৬ জিতে নেন। ওই সেটে কিছুটা হলেও ভুলত্রুটি দেখা গিয়েছিল বার্টির। কিন্তু তৃতীয় সেটে আবার দুরন্ত পারফর্ম করেন বার্টি। ৬-৩ জিতে ট্রফির মঞ্চে উঠেন অজি তারকা।

ইতালিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে চোটের কারণে সরে দাঁড়িয়েছিলেন অ্যাশ বার্টি। তার পর ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচেও চোটের কারণে নাম তুলে নেন। বিশেষজ্ঞ মহলের আশঙ্কা ছিল উইম্বলডনে তিনি কেমন পারফর্ম করবেন সে বিষয়ে। তবে উইম্বলডনের শুরু থেকেই বিশ্বের এক নম্বর টেনিস তারকার দাপট দেখা যায়। তিনি কেন বিশ্বের এক নম্বর, তা আবারও প্রমাণ করলেন বার্টি।

আরও পড়ুন: Wimbledon-এর ফাইনালে ইতিহাস গড়বেন আম্পায়ার মারিয়া চিচাক

Next Article