চেন্নাই: এক সময় সাফল্য়ের ইমারত তৈরি করেছিল পাকিস্তান হকি (Hockey) টিম। চারবার অলিম্পিক চ্যাম্পিয়ন। পাঁচবার বিশ্বকাপ জয়। এশিয়া তো বটেই, আন্তর্জাতিক হকিতে অন্যতম বড় নাম ছিল পাক টিম। অ্যাস্ট্রোটার্ফ যেমন ভারতের মতো হকি টিমের কৌলিন্য কমিয়েছে, পাকিস্তানের (Pakistan) গল্পও তেমনই। সেই সঙ্গে পরিকাঠামোগত এবং প্রশাসনিক গলদে আরও বেশি ক্ষয়ে গিয়েছে ওই দেশের হকি ঐতিহ্য। ক্রিকেটের পাশাপাশি হকি টিম পাকিস্তানের গর্ব ছিল সে সময়। সে সব অতীত। এখন অলিম্পিক কিংবা বিশ্বকাপেই যোগ্যতা অর্জন করতে পারে না পাকিস্তান। সব ভুলে আবার হকি ঐতিহ্য ফেরানোর জন্য নতুন করে আসরে নেমেছে পাকিস্তান। চেন্নাইয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসা পাক টিমের ফিজিও এখন এক ভারতীয়। যাঁর হাত ধরে সাফল্যের নতুন গল্প শোনাতে চাইছে পাকিস্তান। TV9Bangla Sports এ বিস্তারিত।
প্রায় বছর দশেক পর আবার ভারতে হকি খেলতে এসেছে পাকিস্তান টিম। ভিসা সমস্যায় পড়ে পাকিস্তান টিমের সঙ্গে ভারতে আসতে পারেননি তাঁদের ফিজিও। বাধ্য় হয়ে তাই এক ভারতীয় ফিজিওকে টিমের সঙ্গে জুড়ে ফেলা হয়েছে। তামিলনাড়ুর রাজ্য হকি টিমের ফিজিও রাজকমলকে জরুরিকালীন পরিস্থিততে ডেকেছিল পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। সেই ডাকে সাড়া দিয়ে পাক হকি প্লেয়ারদের সঙ্গে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাজ করছেন রাজকমল।
মালয়েশিয়ার বিরুদ্ধে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ১-৩ হেরেছে পাকিস্তান। যেহেতু গায়ে গায়ে ম্যাচ, ফিজিও না থাকলে চোটআঘাত বড় সমস্যা হয়ে উঠতে পারে টিমের। তাই দ্বিতীয় ম্যাচের আগে রাজকমলের সঙ্গে যোগাযোগ করা হয়। এর আগে তামিলনাড়ুর প্রিমিয়র লিগের টিম নেল্লাই রয়্যালস কিংসের সঙ্গে কাজ করেছেন তিনি। রাজকমল বলছেন, ‘দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচ ছিল পাকিস্তানের। তার ঠিক আগের দিন পাক টিমের তরফে যোগাযোগ করা হয় আমার সঙ্গে।’
ভাষা একটা বড় সমস্যা রাজকমলের কাছে। তিনি হিন্দি জানেন না। রাজকমলের কথায়, ‘আমি পাকিস্তানি হকি প্লেয়ারদের সঙ্গে ইংরেজিতে কথা বলি। খুব একটা সমস্যা হয় না। পুরো টিম আমাকে স্বাগত জানিয়েছে। বেশ খোলামেলা পরিবেশ।’ ৯ অগস্ট ভারতের বিরুদ্ধে ম্যাচ পাকিস্তানের। সে দিন কী করবেন রাজকমল? তাঁর স্পষ্ট কথা, ‘আমি ভারতীয় ছিলাম, আছি, থাকব। কিন্তু ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচের সময় আমি শুধু পাক প্লেয়ারদের কথাই ভাবব। ওরা যাতে ফিট হয়ে মাঠে নামতে পারে, সেই চেষ্টাই করব।’
টিমের চিফ কোচ শাহনাজ় শেখের অনুপস্থিতিতে টিমের দায়িত্ব সামলাচ্ছেন মুহম্মদ সাকলেইন। তিনি রাজকমলের প্রশংসা করে বলেছেন, ‘রাজকমল নিজের কাজে ভীষণ পারদর্শী। ভরসা করা যায় ওঁর উপর। আমরা ভাগ্যবান যে খুব কম সময়ের মধ্যে রাজকমলের মতো অভিজ্ঞ ফিজিওকে আমরা পেয়েছি।’