মেলবোর্ন পার্কে ঝলসে উঠছেন রাফা

Feb 15, 2021 | 7:33 PM

যত সময় এগোচ্ছে, কোর্টে ততই যেন ঝলমলে হয়ে উঠছেন রাফা। ফাবিও ফগনিনিকে স্ট্রেট সেটে উড়িয়ে শেষ আটে উঠলেন স্প্যানিশ টেনিস তারকা।

মেলবোর্ন পার্কে ঝলসে উঠছেন রাফা
মেলবোর্ন পার্কে ঝলসে উঠছেন রাফা

Follow Us

মেলবোর্ন: কেরিয়ারে মাত্র একবারই জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open)। তাও এক দশক আগে। রাফায়েল নাদাল (Rafael Nadal) কি এ বার অতীত ফেরাবেন মেলবোর্ন পার্কে? যত সময় এগোচ্ছে, কোর্টে ততই যেন ঝলমলে হয়ে উঠছেন রাফা। ফাবিও ফগনিনিকে স্ট্রেট সেটে উড়িয়ে শেষ আটে উঠলেন স্প্যানিশ টেনিস তারকা। জিতলেন ৬-৩, ৬-৪, ৬-২। কোয়ার্টার ফাইনালে গ্রিসের স্তেফানোস সিসিপাসের বিরুদ্ধে খেলবেন নাদাল। ওয়াকওভার পেয়ে শেষ আটে উঠেছেন সিসিপাস।

 


সব মিলিয়ে ৪৩বার গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে উঠলেন রাফা। যার পর তিনি বলেছেন, ‘শেষ আটে উঠে ভালো লাগছে। এটা ভীষণ পজিটিভ দিক আমার কাছে।’ যদি অস্ট্রেলিয়ান ওপেন জিততে পারে রাফা, তা হলে গ্র্যান্ড স্লাম খেতাব জেতার দিক থেকে ছাপিয়ে যাবেন রজার ফেডেরারকে।

 

 

এ দিকে, কোয়ার্টার ফাইনালের অন্য ম্যাচে একে অপরের মুখোমুখি নামবেন দুই রাশিয়ান ড্যানিল মেদভেদেভ ও আন্দ্রে রুবেলভ। মেদভেদেভ দারুণ ছন্দে আছেন। চতুর্থ রাউন্ডে জেতার পাশাপাশি টানা ১৮ ম্যাচ জিতলেন তিনি। রুবেলভও এই বছর কোনও ম্যাচ হারেননি।

আরও পড়ুন: চোট নিয়ে জুয়ো খেলছেন, ধারণা জোকারের

Next Article